ভারতের ভৌগলিক পরিচিতি MCQ

 PDF ডাউনলোড করতে নীচে ক্লিক করো : 

ভারতের ভৌগোলিক পরিচিতি

  1. আয়তনের ভিত্তিতে ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির সঠিক ক্রম কোনটি ?(A) রাজস্থান, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ(B) রাজস্থান, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ(C) রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ(D) রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র

  2. নীচের কোন্ জোড়টি ভারতের পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করছে?(A) অরুণাচল প্রদেশ ও পাঞ্জাব(B) অসম ও রাজস্থান(C) অরুণাচল প্রদেশ ও গুজরাত(D) অসম ও গুজরাত

  3. ভারতের কোন্ রাজ্য একই সাথে আটটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?(A) অসম(B) মহারাষ্ট্র(C) উত্তর প্রদেশ(D) মেঘালয়

  4. ভারতের নিম্নলিখিত কোন্ রাজ্যের উপকূলরেখার দৈর্ঘ্য সর্বাধিক?(A) ওডিশা(B) তামিলনাডু(C) কেরল(D) গুজরাত

  5. নিম্নলিখিত ভারতের কয়েকটি রাজ্য ও তাদের বিশেষ নামের কোন জোড়টি সঠিক নয় ?(A) অন্ধ্র প্রদেশ — ভারতের ধানের গোলা(B) তামিলনাড়ু—ভারতের দক্ষিণতম রাজ্য(C) মধ্য প্রদেশ—ভারতের হৃদয়(D) তেলেঙ্গানা—ভারতের স্বর্গরাজ্য

  6. The difference in local times between the Easternmost and Westernmost points of India is(A) 1 hr. 57 m. (B) 1 hr. 30 m.(C) 2 hr.(D) 2 hr. 15 m.

  7. The Patkoi bum forms the boundary between (A) Arunachal Pradesh and Myanmar(B) Manipur and Nagaland (C) Assam and Meghalaya(D) Meghalaya and Nagaland 

  8. Adams bridge forms a link between  (A) India and Sri Lanka(B) Hyderabad and Secunderabad(C) India and Pakistan(D) Araballi and Satpura

  9. Imphal is the capital of (A) Arunachal Pradesh(B) Manipur(C) Nagaland (D) Tripura

  10. Which of the following is not a Union territory of India?(A) Tripura(B) The Andaman and Nicobar Islands(C) Pondicherry(D) Chandigarh

  11. ____ is India's largest district (area wise)(A) Baster (B) Leh-Ladakh(C) Kachchh (D) Burdwan

  12. ভারতের নিম্নলিখিত কোন্ রাজ্যটির তিনদিক প্রতিবেশী দেশ বাংলাদেশ দ্বারা বেষ্টিত ?(A) মেঘালয়(B) পশ্চিমবঙ্গ(C) অসম(D) ত্রিপুরা

  13. নিম্নলিখিত কোন্ ভারতীয় রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়নি?(A) ছত্তিশগড়(B) ঝাড়খণ্ড(C) অরুণাচল প্রদেশ(D) গুজরাত

  14. ভারতের রাজ্যগুলি সম্পর্কিত কোন্ জোড়টি সঠিক নয় ?(A) সর্ববৃহৎ রাজ্য—রাজস্থান(B) ক্ষুদ্রতম রাজ্য— গোয়া(C) জনবহুল রাজ্য— উত্তর প্রদেশ(D) সর্বনিম্ন জনঘনত্ববিশিষ্ট রাজ্য— মেঘালয়

  15. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হল—(A) 2.4 শতাংশ(B) 3.2 শতাংশ(C) 2.8 শতাংশ(D) 3.6 শতাংশ [WBCS (Prelim.) 17]

  16. The standard time of a country differs from the GMT in multiples of(A) Two hours(B) Half hour(C) One hour(D) Four minutes

  17. The Andaman and Nicobar group of islands are separated from each other by (A) Ten degree channel(B) Great channel (C) Andaman Sea(D) Bay of Bengal

  18. Which of the following cities lies to the Western-most longitude? (A) Jaipur (B) Nagpur (C) Bhopal (D) Hyderabad 

  19. 82.5 E longitude is geographically significant to India because (A) It determines the Indian Standard Time. (B) It has a bearing on the tropical climate of India. (C) It divides India into eastern and western zones. (D) It enables determining local time in eastern India.

  20. India and Pakistan have boundary dispute over creek. (A) Sir(B) Kari (C) Kajhar(D) None of the above

  21. The longest border of India is with ___ (4096 kilometers).(A) Nepal(B) Bhutan(C) Afghanistan(D) Bangladesh

  22. নবগঠিত প্রদেশ রাজ্যের রাজধানীর নাম হল(A) অমরাবতী(B) সেকেন্দ্রাবাদ(C) হায়দরাবাদ(D) বিশাখাপত্তনম [WBCS (Prelim.) "17]

  23. ভারত বিভাগের সময় ভারতে দেশীয় রাজ্যসমূহের সংখ্যা ছিল— (A) 558 (B) 560 (C) 562(D) 555 [WBCS (Prelim.) 16] 

  24. উপদ্বীপীয় ভারতের দক্ষিণাংশ কোন্ কোন্ দিকে জলভাগ দ্বারা পরিবেষ্টিত ?(A) দক্ষিণ ও পূর্বে(B) দক্ষিণ ও পশ্চিমে(C) দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে(D) পূর্বে ও পশ্চিমে [WBCS (Prelim.) 15]

  25. কলকাতা এবং লন্ডনের মধ্যে- (A) কলকাতার সময় পাঁচ ঘণ্টার বেশি এগিয়ে(B) কলকাতার সময় তিন ঘণ্টার বেশি এগিয়ে (C) কলকাতার সময় পনেরো মিনিট এগিয়ে(D) কলকাতার সময় দশ ঘণ্টা পিছিয়ে [WBCS (Prelim.) ^15]

  26. ভারতীয় সময় (IST) গণনা করা হয়—(A) এলাহবাদে অবস্থিত 82°30 E দ্রাঘিমারেখা অনুযায়ী (B) দিল্লিতে অবস্থিত 82°30 E দ্রাঘিমারেখা অনুযায়ী (C) কলকাতায় অবস্থিত 88°30 E দ্রাঘিমারেখা অনুযায়ী(D) নাসিকে অবস্থিত 84°00 E দ্রাঘিমারেখা অনুযায়ী [WBCS (Prelim.) "15]

  27. Boundary between India and China in North Eastern Sector is called (A) Radcliffe line (B) Mc Mohan line (C) Siegfried line(D) Durand line

  28. The Tropic of Cancer passes through(A) Andhra Pradesh (B) Uttar Pradesh(C) Maharashtra (D) Madhya Pradesh

  29. Satish Dhawan Space Centre located at 13° North latitude is situated at(A) Chennai (B) Trombay(C) Sriharikota(D) Chandipur

  30. The latitude of a place is expressed by its angular  distance in relation to(A) South Pole (B) Equator(C) North Pole(D) Axis of the Earth

  31. Who prepares the topographical maps of India? (A) Geological Survey of India(B) Survey of India(C) Defence Ministry(D) Geographical Survey of India

  32. 2001 সালের Census-এ মধ্য প্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে—(A) নর্মদা উপত্যকা ও ছত্তিশগড়(B) মধ্য প্রদেশ ও নর্মদা উপত্যকা(C) মধ্য প্রদেশ ও ছত্তিশগড় (D) মধ্য প্রদেশ ও বিদর্ভ [WBCS (Prelim.) 15]

  33. ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়—(A) লাক্ষাদ্বীপে(B) সুন্দরবনে(C) দমন ও দিউ-এ(D) নর্মদা নদীর মোহানায় [WBCS (Prelim.) "10]

  34. ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর, 2000 সালে গঠিত হয়েছে। এটি পূর্বে কোন্ রাজ্যের অংশ ছিল ?(A) মধ্য প্রদেশ(B) ওডিশা(C) উত্তর প্রদেশ(D) বিহার [WBCS (Prelim.) '09, '06]

  35. ভারতের কোন্ রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে?(A) অন্ধ্র প্রদেশ(B) মধ্য প্রদেশ(C) বিহার(D) উত্তর প্রদেশ [WBCS (Prelim.) '09]

  36. কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে?(A) অন্ধ্র প্রদেশ(B) উত্তর প্রদেশ(C) মহারাষ্ট্র(D) মধ্য প্রদেশ [WBCS (Prelim.) '09]

  37. নিম্নলিখিত শহরগুলির কোনটি কর্কটক্রান্তি রেখার অধিক নিকটবর্তী?(A) দিল্লি(B) যোধপুর(C) কলকাতা(D) নাগপুর [WBCS Mains 2015]

  38. নিম্নলিখিত কোন্ রাজ্যগুলির চিনের সঙ্গে সীমানা আছে? [1] লাদাখ, [2] সিকিম, [3] অরুণাচলপ্রদেশ, [4] হিমাচলপ্রদেশ

  39. নীচের কোনটি সঠিক?(A) 1ও 3(B) 1,3 ও 4(C) 1,2 ও 3(D) 1,2,3 ও 4 [WBCS Mains 2015]

  40. The headquarters of SAARC is in (A) Dhaka(B) Kathmandu(C) Islamabad(D) Delhi

  41. Topographical sheets are produced by the Survey of India office with headquarters at(A) Mussorie (B) Shimla (C) Dehra Dun(D) Naini Tal

  42. Indian Standard Time is calculated along a line of longitude passing through (A) 82° 30' E passing through Allahabad(B) 80° 30' E passing through Delhi (C) 88° 30′ E passing through Kolkata(D) 84° 00′ E passing through Nasik 

  43. West Bengal has international boundaries on (A) North (B) North and Northeast (C) Northwest and Southeast(D) North, Northwest and Southeast 

  44. What is the length of international boundary with Bangladesh shared by West Bengal in Km.(A) 1617 (B) 2145 (C) 2217(D) 3300

  45. Name of the capital of the newly formed state of Andhra Pradesh is(A) Amravati (B) Hyderabad(C) Secunderbad (D) Vishakhapatnam

  46. 'The abode of clouds' কোন্ রাজ্যকে বলা হয় ?(A) মেঘালয়(B) সিকিম(C) জম্মু-কাশ্মীর(D) উত্তরাখণ্ড

  47. 'The land of forest' কোন্ রাজ্যকে বলা হয় ?(A) ঝাড়খণ্ড(B) মধ্য প্রদেশ(C) অসম(D) হিমাচল প্রদেশ

  48. ভারতে নিম্নলিখিত কোন্ দুটি রাজ্যের পৃথক শীতকালীন ও গ্রীষ্মকালীন রাজধানী আছে? (A) হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীর(B) জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব(C) হিমাচল প্রদেশ এবং হরিয়ানা(D) গোয়া এবং জম্মু-কাশ্মীর

  49. কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে?(A) 10 টি  (B) 8 টি (C) 5 টি(D) 6 টি

  50. নিম্নলিখিত উক্তিগুলি যাচাই করুন—

(i) ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার প্রায় 3214 কিমি ।

(ii) ভারতের উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমে বিস্তারের পার্থক্য প্রায় 281 কিমি।(A) সত্য (ii) মিথ্যা(B) মিথ্যা (ii) সত্য(C) উভয়ই সত্য(D) উভয়েই মিথ্যা

  1. নিম্নলিখিত কোন্ রাজ্যকে 'Orchid State of India' বলা হয়?(A) সিকিম(B) মণিপুর(C) মেঘালয়(D) অরুণাচল প্রদেশ

  2. নিম্নলিখিত কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ?(A) চণ্ডীগড়(B) দমন ও দিউ(C) দাদরা ও নগর হাভেলি(D) দিল্লি [WBCS Mains 2015]

  3. নীচের কোনটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যের সীমানা নির্দেশ করে?(A) মান্নার উপসাগর(B) পক উপসাগর(C) পক প্রণালী(D) মালাক্কা প্রনালী [WBCS Mains 2016]

  4. নীচের কোন্ প্রণালী কার নিকোবর ও লিট্ল আন্দামান দ্বীপকে পৃথক করেছে?(A) 9° চ্যানেল(B) 8° চ্যানেল(C) 10° চ্যানেল(D) 7° চ্যানেল [WBCS Mains 2016]

  5. A particulars states in India has the following characteristic 1. It is located on the same latitude which passes through Northern Rajasthan 2. It has over 80% of its area under forest cove 3. Over 12% of forest cover constitutes protected area network in this state. 

Which one among the following states has all the above characteristics?(A) Arunachal Pradesh(B) Himachal Pradesh(C) Assam(D) Uttarakhand

  1. A state in India has the following characteristics? 1. Its Northern Part is arid and semi arid  2. Its central part produces cotton 3. Cultivation of cash crops is predomination over food crops 

Which one of the following states has all of the above characteristics?(A) Gujrat(B) Tamilnadu(C) Andhra Pradesh(D) Karnataka

  1. ভারতের কোন্ রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম?(A) অন্ধ্রপ্রদেশ (B) গুজরাত(C) তামিলনাডু(D) কেরল [WBCS Mains 2016; School Service 2016]

  2. ভারতীয় রাজ্যসমূহের কোন্ জোড়টি পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করছে?(A) অসম ও রাজস্থান(B) অরুণাচলপ্রদেশ এবং রাজস্থান(C) অরুণাচলপ্রদেশ ও গুজরাত(D) অসম ও গুজরাত [IAS Prelims 2015, 2016 ]

  3. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত?(A) 64.83% (B) 65.46% (C) 74.04% (D) 82.14% [WBCS Mains 2014]

  4. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন্ রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন ?(A) পাঞ্জাব(B) হরিয়ানা(C) সিকিম(D) বিহার

  5. নীচের কোন্ দ্বীপপুঞ্জ দুটি 10° চ্যানেল দ্বারা পরস্পরের থেকে পৃথক হয়েছে?(A) আন্দামান ও নিকোবর (B) মালদ্বীপ ও লাক্ষাদ্বীপ(C) নিকোবর ও সুমাত্রা(D) সুমাত্রা ও জাভা [UPSC IAS Prelims 2014]

  6. নীচের কোথায় প্রবাল প্রাচীর দেখা যায়? [1] আন্দামান ও নিকোবর, [2] কচ্ছ উপসাগর, [3] মান্নার উপসাগর, [4] সুন্দরবন 

নীচের কোটি সঠিক?(A) কেবল 1, 2 ও 3(B) 1ও 3(C) 1ও 4(D) 1, 2, 3 ও 4 [UPSC IAS Prelims 2014]

  1. 2001 সালের সেনসাস-এ মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে—(A) নর্মদা উপত্যকা ও ছত্তিশগড়(B) মধ্যপ্রদেশ ও নর্মদা উপত্যকা(C) মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়(D) মধ্যপ্রদেশ ও বিদর্ভ [WBCS Prelims 2015]

  2. Port Blair is located on which island?(A) The Little Andaman(B) The Great Nicobar (C) The South Andaman (D) The North Andaman

  3. What is the difference of time between GMT and IST?(A) 4 hours(B) 4.30 hours(C) 5.30 hours(D) 6.30 hours

  4. Which one among the following statements is incorrect? (A) Sikkim, West Bengal, Arunachal Pradesh Jammu & Kashmir are having boundary touching maximum no. of Countries (B) Bihar has the highest population density(C) Mumbai City is the largest District(D) Bihar has the lowest literates 

  5. Among the following cities which one is the nearest to the tropic of Cancer? (A) Delhi (B) Kolkata (C) Jodhpur (D) Nagpur 

  6. How many kilometres are represented by 1 degree of latitude?(A) 211(B) 111(C) 91(D) 131

  7. ভারতীয় সময় (IST) গণনা করা হয়—(A) এলাহবাদে অবস্থিত 82°30´ পূর্ব দ্রাঘিমারেখা অনুযায়ী (B) দিল্লিতে অবস্থিত 82°30´ পূর্ব দ্রাঘিমারেখা অনুযায়ী(C) কলকাতায় অবস্থিত 88°30´ পূর্ব দ্রাঘিমারেখা অনুযায়ী(D) নাসিকে অবস্থিত 84°30´ পূর্ব দ্রাঘিমারেখা অনুযায়ী [ WBCS Prelims 2015]

  8. ক্ষেত্রফল হিসেবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে— (A) পঞ্চম (B) সপ্তম (C) দশম (D) দ্বাদশ [ WBCS Prelims 2013] 

  9. ডানকান প্রণালী নিম্নলিখিত কোন্ দুটি দ্বীপের মধ্যে অবস্থিত?(A) আন্দামান ও নিকোবর (B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান(C) লিটল আন্দামান ও নিকোবর(D) আমিনদিভি ও লাক্ষাদ্বীপ [WBCS Prelims 2011]

  10. ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শকারী অঙ্গরাজ্যটি হল—(A) অন্ধ্রপ্রদেশ(B) বিহার(C) মধ্যপ্রদেশ(D) উত্তরপ্রদেশ [WBCS Prelims 2009] 

  11. 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে । এটি পূর্বে কোন্ রাজ্যের অংশ ছিল?(A) মধ্যপ্রদেশ(B) ওডিশা(C) উত্তরপ্রদেশ(D) বিহার [WBCS Prelims 2009 ]

  12. নিম্নলিখিত কোটি ভারতের নবীনতম রাজ্য?(A) ছত্তিশগড়(B) ঝাড়খণ্ড(C) তেলেঙ্গানা(D) গোয়া [WBPSC Post Graduate Teacher 2000]

  13. নীচের কোন্ রাজ্যের সঙ্গে চিনের সীমানা রয়েছে?(A) পশ্চিমবঙ্গ(B) হিমাচলপ্রদেশ(C) নাগাল্যান্ড(D) উত্তরপ্রদেশ. [Assistant Central Intelligence Office 2012 ]

  14. Locationally India roughly occupies the central part of (A) The western hemisphere(B) The eastern hemisphere(C) The northern hemisphere (D) The southern hemisphere

  15. The shape of India is approximately(A) Square(B) Quadrangular (C) Triangular (D) Circular

  16. The Tropic of Cancer does not pass through which of the following states? (A) Madhya Pradesh(B) Chhattisgarh  (C) Jharkhand(D) Bihar

  17. 'Kiratas' was an old kingdom of the(A) Northern India(B) Southern India(C) Western India(D) Eastern India

  18. A cold desert of India is(A) Thar(B) Shillong Plateau (C) Tibbet(D)  Ladakh

  19. The Eight Degree Channel forms the boundary between(A) Lakshadweep and Maldive islands (B) Andaman and Nicobar islands(C) India and Srilanka(D) The Arabian Sea and the Indian Ocean 

  20. নীচের কোটি স্থলবেষ্টিত রাজ্য নয়? (A) বিহার (B) ছত্তিশগড় (C) মিজোরাম (D) ওডিশা [Assistant Central Intelligence Officer 2012]

  21. মণিপুর, মিজোরাম ও অরুণাচলপ্রদেশের রাজধানীগুলি হল যথাক্রমে—(A) ইম্ফল, আইজল, ইটানগর(B) ইটানগর, আইজল এবং ইম্ফল(C) কোহিমা, শিলং এবং আগরতলা(D) ইম্ফল, ইটানগর এবং আইজল [Assistant Central Intelligence Officer 2012]

  22. নিম্নলিখিত কোন্ রাজ্যে কোনো মেট্রোপলিটন শহর নেই? (A) ঝাড়খণ্ড (B) রাজস্থান (C) ত্রিপুরা (D) কৰ্ণাটক [School Service 2016]

  23. যদি কোহিমা থেকে কোট্টায়াম পর্যন্ত সড়কপথে যাত্ৰা করা হয়, তাহলে উৎস এবং গন্তব্য রাজ্যটি সমেত ন্যূনতম ক-টি ভারতীয় রাজ্যের ওপর দিয়ে যেতে হবে?(A) 6(B) 7(C) 8(D) 9 [IAS Prelims 2017]

  24. নিম্নলিখিত কোটি ভারতের ‘জাতীয় জলজ প্রাণী' (National Aquatic Animal)?(A) লবণাক্ত জলের কুমির (B) অলিভ রিডলে কচ্ছপ(C) গাঙ্গেয় ডলফিন(D) ঘরিয়াল [IAS Prelims 2015]

  25. Which one of the following pairs of islands is separated from each other by the Ten Degree channel? (A) Andaman and Nicobar(B) Nicobar and Sumatra(C) Maldives and Lakshadweep(D) Sumatra and Java 

  26. Which was the capital of Andhra State when it was made a separate state in the year 1953?(A) Guntur (B) Nellore(C) Kurnool(D) Warangal 

  27. Consider the following statements 1. Assam shares a border with Bhutan and Bangladesh 2. West Bengal Shares a border with Bhutan and Nepal  3. Mizoram shares a border with Bangladesh and Myanmar.

  28. Which of the statements given above are correct?(A) 1, 2 and 3 (B) 2 and 3(C) 1 and 2 (D) 1 and 3

  29. ভারতের কোনো একটি রাজ্যের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হল। [1] উত্তর রাজস্থানের সঙ্গে এটি একই অক্ষরেখা বরাবর অবস্থিত।[2] এই রাজ্যের মোট আয়তনের ৪০%-এর অধিক অরণ্যাবৃত।[3] রাজ্যের অরণ্যাবৃত অংশের 12% সংরক্ষিত অঞ্চল। 

  30. নীচের কোন্ রাজ্যের উল্লিখিত বৈশিষ্ট্যগুলি আছে?(A) অরুণাচলপ্রদেশ (B) হিমাচলপ্রদেশ(C) অসম(D) উত্তরাখণ্ড [IAS Prelims 2012]

  31. সিকিমের ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখাটি নিম্নলিখিত কোন্ রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত?(A) রাজস্থান(B) হিমাচলপ্রদেশ(C) পাঞ্জাব(D) জম্মু ও কাশ্মীর [IAS Prelims 2010]

  32. ভারত সম্পর্কে নিম্নলিখিত উক্তিগুলি যাচাই করুন— (i) উত্তর-দক্ষিণে ভারতের বিস্তার প্রায় 3214 কিমি(ii) ভারতের উত্তর-দক্ষিণ বিস্তারের তুলনায় পূর্ব-পশ্চিমে বিস্তার অধিক(iii) ভারতের উত্তরতম বিন্দু জম্মু-কাশ্মীরের ইন্দিরা কল(iv) ভারতের পশ্চিমপ্রান্তে 'স্যার ক্লিক' গুজরাত ও পাকিস্তানের সীমারেখা নির্ধারণ করছে(A) সবগুলি সত্য(B) (i), (iii) ও (iv) সত্য (C) (ii), (iii), (iv) সত্য(D) কোনোটিই সত্য নয়

  33. ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত?(A) 7517 কিমি(B) 7317 কিমি(C) 7910 কিমি (D) 6519 কিমি 

  34. ভারতের নিম্নলিখিত কোন্ রাজ্যটির আন্তর্জাতিক স্থল সীমানার দৈর্ঘ্য সর্বাধিক ?(A) পশ্চিমবঙ্গ(B) অরুণাচল প্রদেশ(C) জম্মু-কাশ্মীর(D) রাজস্থান

  35.  নিম্নলিখিত কোন্ রাজ্যটির সঙ্গে নেপালের সীমানা নেই ?(A) উত্তর প্রদেশ(B) বিহার(C) ঝাড়খণ্ড(D) পশ্চিমবঙ্গ

  36. চিনের সঙ্গে ভারতের কোন্ রাজ্যের সীমানার দৈর্ঘ্য সর্বাধিক ? (A) অরুণাচল প্রদেশ(B) সিকিম(C) জম্মু-কাশ্মীর(D) হিমাচল প্রদেশ

  37. ভারতের নিম্নলিখিত কোন্ রাজ্যটি অন্তত তিনটি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করেনি?(A) জম্মু-কাশ্মীর (B) পশ্চিমবঙ্গ(C) সিকিম(D) মেঘালয়

  38. Duncan passage lies between(A) Andaman and Nicobar (B) South Andaman and Little Andaman(C) Amindivi and Lakshadweep island(D) Little Andaman and Nicobar

  39. India's permanent Research Station 'Dakshin Gongotri is situated in(A) Great Himalayas(B) Indian Ocean(C) Antarctica (D) Arabian Seal 

  40. The first Indian state which was created on a linguistic basis following a long-drawn agitation is (A) Andhra Pradesh (B) Assam (C) Karnataka(D) Tamil Nadu

  41. Coastline of which of the following states is known as the Coromondal Coast?(A) Karnataka (B) Orissa(C) Kerala (D) Tamil Nadu

  42. Which state of India touches the boundaries of the largest number of other states?(A) Bihar(B) Andhra Pradesh (C) Madhya Pradesh (D) Uttar Pradesh 

  43. In terms of area India's rank in the world is (A) 7th(B) 12th(C) 5th (D) 10th 

  44. Chhattisgarh which came into being on 1st November,2000 has been carved out of(A) Madhya Pradesh (B) Orissa(C) Uttar Pradesh (D) Bihar

  45. ভারতের কোন্ রাজ্যে নারী শিক্ষার হার সর্বনিম্ন ?(A) বিহার(B) মধ্য প্রদেশ(C) রাজস্থান(D) মেঘালয়

  46. পশ্চিমবঙ্গের সঙ্গে নিম্নলিখিত কোন্ রাজ্যটির স্থলসীমানা নেই ?(A) বিহার(B) ওডিশা(C) ঝাড়খণ্ড (D) ছত্তিশগড়

  47. সিকিমের ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখাটি নিম্নলিখিত কোন্ রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত?(A) পাঞ্জাব(B) রাজস্থান(C) হিমাচল প্রদেশ(D) জম্মু-কাশ্মীর

  48. নিম্নলিখিত কোন্ দেশটি আন্দামানের নিকটতম ?(A) শ্রীলঙ্কা(B) মায়ানমার(C) নেপাল (D) পাকিস্তান

  49. নিম্নে উল্লিখিত দক্ষিণ ভারতের চারটি রাজ্যের মধ্যে কোটি বা কোনগুলির সর্বাধিক সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে?(A) কৰ্ণাটক(B) অন্ধ্রপ্রদেশ(C) অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক উভয়েরই(D) তামিলনাড়ু এবং কেরল উভয়েরই [IAS Prelims 2007 ]

  50. নিম্নলিখিত কোন্ শহরটি ভারতের পশ্চিমতম দ্রাঘিমারেখার ওপর অবস্থিত?(A) জয়পুর(B) ভোপাল(C) নাগপুর(D) হায়দরাবাদ [SSC CPO Sub-Inspector 2003]

  51. নিম্নলিখিত কোন্ দেশটি আন্দামানের নিকটতম ? (A) শ্রীলঙ্কা (B) মায়ানমার (C) ইন্দোনেশিয়া (D) পাকিস্তান [SSC CPO Sub-Inspector 2003]

  52. ভারতীয় ভূভাগ প্রকৃতপক্ষে যার অংশ, সেটি হল—(A) জুরাসিক ল্যান্ড(B) আঙ্গারাল্যান্ড (C) আর্যাবর্ত(D) গন্ডোয়ানাল্যান্ড [SSC Section Officer (Audit ), 2006]

  53. ভারতে উপকূলরেখার আনুমানিক দৈর্ঘ্য হল—(A) 5,500 কিমি (B) 6,500 কিমি(C) 6,000 কিমি(D) 7,000 কিমি [SSC CPO Sub-Inspector 2003]

  54. নীচের কোন্ রাজ্যটিতে কখনোই সূর্যের লম্বরশ্মি পতিত হয় না?(A) মুম্বই(B) চেন্নাই(C) তিরুবনন্তপুরম (D) শ্রীনগর [ SSC Combined Graduate level, 2008; Prelims Exam, First Sitting ]

  55. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে যার দ্বারা— (A) দশ ডিগ্রি চ্যানেল(B) গ্ৰেট চ্যানেল(C) বঙ্গোপসাগর(D) আন্দামান সাগর [ SSC Combined Graduate level, 2008]

  56. নীচের কোটি কেরলের একটি উপকূলীয় জেলা?(A) পালঘাট(B) ওয়েনাদ(C) কোভালাম (D) ইদুক্কি [ SSC Combined Matric level 1999]

  57. Which one is the land locked state?(A) Andhra Pradesh (B) Bihar(C) Gujarat(D) West BengalThe largest area under waste land is in the state of:(A) Uttar Pradesh(B) Gujarat(C) Madhya Pradesh (D) Rajasthan

  58. Which one of the following channel divides Minicoy from Maldievs?(A) 9° Channel (B) 8° Channel(C) 10° Channel (D) Grand Channel

  59. Southern most point of Indian Territory is :(A) Tamilnadu (B) Trivandrum (C) Andaman and Nicobar Island(D) Lakshadweep

  60. The States which have common border with China are:1. Jammu & Kashmir 2. Sikkim 3. Arunachal Pradesh 4. Himachal Pradesh Which is the correct code? (A) 1 & 3(B) 1, 3 & 4(C) 1, 2 & 3 (D) 1, 2, 3 & 4

  61. ভারতের উত্তরতম অক্ষরেখাটি হল - (A) 35° উত্তর (B) 36° উত্তর (C) 37° উত্তর (D) 8° উত্তর [SSC Section Officer (Audit) 2008)

  62. ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কে তৈরি করে?(A) জিওলজিকল সার্ভে অব্ ইন্ডিয়া(B) সার্ভে অব্ ইন্ডিয়া(C) প্রতিরক্ষা মন্ত্রক(D) জিওলজিক্যাল সার্ভে অব্ ইন্ডিয়া [ SSC (10+2) Level Data Entry operator & LCD Exam, 2011]

  63. পক প্রণালী অবস্থান করছে— (A) বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরের মাঝে(B) আন্দামান ও নিকোবরের মাঝে(C) কচ্ছের রন ও খাম্বাত উপসাগরের মাঝে(D) লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মাঝে [SSC (10+2) Level Data Entry, 2001 ]

  64. ভারতের প্রমাণ সময় (IST) এবং গ্রিনিচ প্রমাণ সময়ের (GMT) পার্থক্য কত?(A) 7 ঘণ্টা 30 মিনিট (B) 5 ঘণ্টা 30 মিনিট (C) 4 ঘণ্টা 30 মিনিট(D) 6 ঘণ্টা 30 মিনিট[SSC CAPFs ASI & Delhi Police SI Exam, 2017 ] 

  65. ভারতের আয়তন পাকিস্তানের আয়তনের – (A) 3(B) 4(C) 6(D) 9 গুণ  [SSC Multi-Tasking Staff 2013]

  66. ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি ?(A) মধ্য প্রদেশ(B) অন্ধ্র প্রদেশ (C) পশ্চিমবঙ্গ(D) তামিলনাডু

  67. নিম্নে ভারতের কয়েকটি রাজ্য ও তার প্রধান ভাষা উল্লেখ করা হল-

রাজ্য

ভাষা

  1. মধ্য প্রদেশ

  1. কেরল

  1. পশ্চিমবঙ্গ

  1. হিন্দি

  1. তেলেঙ্গানা

  1. মালয়ালম্

  1. কেরল

  1. তেলুগু

  1. সঠিক উত্তরটি নির্বাচন করুন—(A) A-1, B-2, C-3, D-4 (B) A-4, B-3, C-2, D-1 (C) A-2, B-1, C-4, D-3 (D) A-3, B-2, C-1, D-4

  2.  নীচে উল্লিখিত ভারতের রাজ্য ও তাদের রাজধানীর কোন্ জোড়টি সঠিক নয় ? (A) ঝাড়খণ্ড—কোডার্মা (B) গোয়া—পানাজি(C) কেরল—তিরুবনন্তপুরম(D) ত্রিপুরা— আগরতলা

  3. ভারতের নবীনতম রাজ্য কোনটি ?(A) তামিলনাড়ু(B) অন্ধ্র প্রদেশ(C) তেলেঙ্গানা(D) উত্তর প্রদেশ

  4. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন্ রাজ্যে শিক্ষার হার সর্বনিম্ন ?(A) অন্ধ্ৰপ্ৰদেশ(B) ঝাড়খণ্ড(C) অসম(D) ওডিশা [WBCS Mains 2015]

  5. নিম্নলিখিত কোন্ উক্তিটি সত্য নয়?(A) কেরলে সাক্ষরতার হার সর্বাধিক(B) সাক্ষরতার নিরিখে লাক্ষাদ্বীপ  ভারতে দ্বিতীয় স্থানাধিকারী(C) বিহারে নারীশিক্ষার হার সর্বনিম্ন (D) জম্মু ও কাশ্মীরে সাক্ষরতার হার জাতীয় গড়ের নীচে অবস্থিত (WBCS Mains 2015]

  6. The southern most point of India is located at 6°45' N.(A) Indira Point(B) Kanniya Kumari (C) Dras(D) Chennai

Consider the following pairs :

Sea

Bordering country

1. Adriatic Sea

Albania

2. Black Sea

Croatia

3. Gaspian Sea

Kazakhstan Sea

4. Mediterranean

Morocco

5. Red Sea

Syria

  1. Which of the pair given above are correctly matched? (A) 1, 2 and 4 only (B) 1, 3 and 4 only(C) 2 and 5 only(D) 1, 2, 3, 4 and 5

  2. Among the following cities, which one lies on a longitude closest to that of Delhi? (A) Bengaluru(B) Hyderabad(C) Nagpur(D) Pune

  3. Which of the following is geographically closest to Great Nicobar?(A) Borneo(B) Sumatra (C) Java(D) Sri Lanka

  4. Which of the following shares it border with Uttar Pradesh?(A) Rajasthan(B) Punjab(C) Chhattisgarh (D) Jharkhand

  5. Select the correct answer using the codes given below:(A) 1, 2, 3 and 4(B) 2, 3 and 4(C) 1 and 4(D) 1 and 3

  6. পক প্রণালী ভারতকে কোন্ দেশ থেকে বিচ্ছিন্ন করেছে?(A) পাকিস্তান (B) চিন (C) শ্রীলঙ্কা (D) মালদ্বীপ [WBCS Mains 2014]

  7. ম্যাকমোহন লাইন কোন্ দুটি দেশের সীমানা নির্দেশ করে? (A) ভারত ও পাকিস্তান (B) ভারত ও চিন(C) ভারত ও আফগানিস্তান (D) পাকিস্তান ও আফগানিস্তান [WBCS Mains 2016]

  8. কোনটি সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ?(A) গুজরাত(B) অন্ধ্রপ্রদেশ(C) বিহার(D) পশ্চিমবঙ্গ [WBCS Mains 2016]

  9. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?(A) জম্মু-কাশ্মীর(B) উত্তর প্রদেশ(C) মহারাষ্ট্র(D) পশ্চিমবঙ্গ

  10. নিম্নলিখিত কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে?(A) ডানকান প্রণালী(B) 8° চ্যানেল(C) 10° চ্যানেল(D) 9° চ্যানেল

  11.  নীচের কোন্ জোড়টি সঠিক নয় ? 

রাজ্যের নাম

ক-টি রাজ্যের সাথে সীমানা

  1. উত্তর প্রদেশ

8টি

  1. অসম

7টি

  1. মহারাষ্ট্র

2টি

  1. মেঘালয়

1টি

  1. ভারতের কোন্ রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন ?(A) পশ্চিমবঙ্গ(B) অরুণাচল প্রদেশ (C) মণিপুর(D) বিহার

  2. ‘ছত্তিশগড়' রাজ্যটি কোন্ রাজ্য বিভক্ত হয়ে গঠিত হয় ?(A) মধ্য প্রদেশ(B) অন্ধ্র প্রদেশ(C) ঝাড়খণ্ড(D) ওডিশা

  3.  ভারতের সঙ্গে কোন্ প্রতিবেশী দেশের সীমানার দৈর্ঘ্য সর্বাধিক ? (A) পাকিস্তান(B) বাংলাদেশ(C) চিন(D) নেপাল

  4. ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত?(A) 82°30' উত্তর(B) 82°30 পূর্ব(C) 88°30 পূর্ব(D) 88°30' পশ্চিম

  5. India's share of total land area in the world is about (A) 2.4 per cent (B) 2.8 per cent (C) 3.2 per cent (D) 3.6 per cent

  6. In terms of longitude the easternmost state of India is(A) Mizoram(B) Manipur(C) Nagaland (D) Arunachal Pradesh

  7. The full-fledged state of Telengana came into existence (A) 1st Jun 2013 (B) 1st Jun 2015(C) 1st Jun 2014(D) 1st Jun 2016 

  8. The tropic of Cancer does not pass through(A) Mizoram(B) Tripura(C) Odisha(D) Madhya Pradesh 

  9. Indentify the correct pairs for Northern Hemisphere.1. Winter Solstice - December 22nd 2. Autumn Equinox - September 23rd 3. Summer Solstice - June 21st 4. 

Spring Equinox - march 21st  Chose the correct answer from the given code :(A) 1 and 2 (B) 3 and 4(C) 2 and 3(D) All are correctly matched 

  1. The World's highest ground based Telescopic Observatory is located in: (A) Columbia (B) India (C) Nepal (D) USA

  2. The state which has longest coastline is(A) Andhra Pradesh (B) Tamilnadu(C) Gujarat (D) Kerala

  3. Which one of the following is the boundary between India and Sri Lanka?(A) Gulf of Mannar (B) Palk bay(C) Palk Strait (D) Malacca strait

  4. ভারতের রাজ্যগুলি সম্পর্কে নীচে প্রদত্ত কোন্ উক্তিটি সঠিক নয়?(A) ভারতে বর্তমানে 29টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে(B) রাজস্থান ভারতের সর্ববৃহৎ রাজ্য(C) আন্দামান-নিকোবর ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল(D) ভারতের সর্বশেষ গঠিত রাজ্য গোয়া 

  5.  নীচের কোন্ স্থানটি ভারতের দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ?(A) দিল্লি(B) মুম্বই(C) চণ্ডীগড়(D) দাদরা ও নগর হাভেলি

  6. নিম্নলিখিত কোন্ উক্তিটি সঠিক নয় ?(A) আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান (B) নারী শিক্ষার হার রাজস্থানে সর্বোচ্চ(C) রাজস্থানের রাজধানী জয়পুর(D) রাজস্থানের সঙ্গে পাকিস্তানের সীমানা রয়েছে

  7. Lake sambhar is nearest to which one of the following cities of Rajasthan?(A) Bharatpur(B) Jaipur(C) Jodhpur(D) Udaipur

  8. Which one among the following states is smallest in area?(A) Andhra Pradesh(B) Gujarat(C) Karnataka(D) Tamil Nadu

  9. The first Indian state to have its Human Development Report prepared and released by Amartya Kumar Sen in Delhi is (A) West Bengal(B) Kerala(C) Madhya Pradesh(D) Andhra Pradesh

  10. 'The Land of Dawn lit Mountains' কোন্ রাজ্যকে বলা হয় ? (A) মেঘালয়(B) সিকিম(C) অরুণাচল প্রদেশ(D) হিমাচল প্রদেশ

  11. ভারতের প্রথম 'কার্বন মুক্ত রাজ্য' (Carbon Free State) কোটি ?(A) হিমাচল প্রদেশ(B) গুজরাত(C) মধ্য প্রদেশ(D) কেরল

  12. নীচে আন্তর্জাতিক সীমানা ও তাদের দ্বারা বিভাজিত দেশের নাম উল্লেখ করা হল—

সীমানা

দেশ

  1. ম্যাকমোহন লাইন

  1. ভারত ও পাক অধিকৃত কাশ্মীর

  1. লাইন্ অব্ কন্ট্রোল(LOC)

  1. ভারত ও আফগানিস্তান

  1. ডুরাল্ড লাইন

  1. ভারত ও পাকিস্তান

  1. র‍্যাডক্লিফ লাইন

  1. ভারত ও চিন

সঠিক উত্তরটি নির্বাচন করুন—


1

2

3

4


ii

ii

iii

iv


ii

iii

iv

i


iv

i

ii

iii


iii

ii

iv

i

  1. ভারতের কোন্ রাজ্যে মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ ?(A) পশ্চিমবঙ্গ(B) গুজরাত(C) কেরল (D) গোয়া 

  2. If you travel by road from Kohima to Kottayam, what is the minimum number of States within India through which you can travel, including the origin and the destination? (A) 6(B) 7(C) 8(D) 9

  3. At one of the places in India, if you stand on the seashore and watch the sea, you will find that the sea water recedes from the shore line a few kilometres and comes back to the shore twice a day, and you can actually walk on the sea floor when the water recedes.

  4. This unique phenomenon is seen at(A) Bhavnagar(B) Bheemunipatnam(C) Nagapattinam(D) Chandipur 

  5. Which one of the following pairs of states of Indian indicates the easternmost and westernmost state?(A) Assam and Rajasthan(B) Arunachal Pradesh and Rajasthan(C) Assam and Gujarat (D) Arunachal Pradesh and Gujarat

  6. ভারতের পূর্ব উপকূলে উত্তর থেকে দক্ষিণে রাজ্যগুলির সঠিক ক্রম কোনটি?(A) পশ্চিমবঙ্গ, ওডিশা, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু(B) পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, ওডিশা (C) পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ(D) ওডিশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, তামিলনাডু

  7. নিম্নলিখিত কোন্ ভারতীয় রাজ্যের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমারেখা নেই ?(A) পশ্চিমবঙ্গ(B) মিজোরাম(C) ত্রিপুরা(D) মেঘালয়

  8. নিম্নলিখিত উক্তিগুলি যাচাই করুন—(i) ভারতে মোট 716টি জেলা আছে(ii) ভারতের বৃহত্তম জেলা গুজরাতের কচ্ছ এবং ক্ষুদ্রতম জেলা উত্তরাখণ্ডের পিথোরাগড় (A) উভয়ই সত্য(B) (i) সত্য (ii) মিথ্যা(C) (i) মিথ্যা (ii) সত্য(D) উভয়েই মিথ্যা

Comments

Popular posts from this blog

সংকল্প MOCK TEST

EDU-GUIDE MOCK TEST

STUDY MATERIALS (NOTE)