Food SI PREVIOUS QUESTION IN Bengali

 

 

SANKALPA

Contact Number - 7865006010/7797390488

FOOD SI PREVIOUS

জেনারেল স্টাডিজ

ইতিহাস

2019

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল -  (A) 1886 (B) 1892 (C) 1896 (D) 1904

  2. 'কংগ্রেস' শব্দটি প্রাপ্ত হয়েছিল -  (A) উত্তর আমেরিকার ইতিহাস থেকে (B) আইরিশ ইতিহাস থেকে (C) ব্রিটিশ কমনওয়েলথ থেকে (D) আমেরিকান সংসদ থেকে

  3. বিখ্যাত সাঁচিস্তুপ কে নির্মাণ করেন? (A) অশোক (B) চন্দ্রগুপ্ত মৌর্য (C) অজাতশত্রু (D) শশাঙ্ক

  4. কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন ? (A) শক (B) হুন (C) চোল (D) ইন্দো-গ্রীক

  5. 'সুফি' শব্দটি এসেছে -  (A) একধরনের কবিতা থেকে (B) একধরনের পোশাক থেকে (C) একটি ভাষা থেকে (D) একটি জায়গার নাম থেকে

ইতিহাস

2014

  1. বীরবল কার রাজত্বে মন্ত্রী হন? (a) বাবর (b) আকবর (c) জাহাঙ্গীর (d) শাহজাহান 

  2. সুভাষ বোস তাঁর বাসভবন থেকে নিখোঁজ হন কোন বছর?(a) 1940 (b) 1941 (c) 1939 (d) 1938 

  3. বিশ্ব বিখ্যাত অজন্তা গুহা কোথায় অবস্থিত? (a) উড়িষ্যা (b) অন্ধ্র প্রদেশ (c) কেরালা (d) মহারাষ্ট্র 

  4. সিন্ধু সভ্যতার বাসিন্দারা কোনটির পরিচিত ছিল না? (a) গরু (b) কুকুর (c) ঘোড়া (d) ভেড়া 

  5. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় উত্তর ভারতে কোন রাজবংশ রাজত্ব করত? (a) মৌর্য (b) নন্দ (c) কুষান (d) সুঙ্গ

  6. শিখদের দশম গুরু ছিলেন -(a) গুরু নানক (b) গুরু গোবিন্দ সিং (c) গুরু অর্জুন সিং (d) গুরু তেগ বাহাদুর

  7. কোন বিখ্যাত বিপ্লবী 'দেশপ্রিয়' নামে পরিচিত ছিলেন- (a) গান্ধীজি (b) রামকৃষ্ণ দেব (c) চিত্তরঞ্জন দাস (d) যতীন্দ্র মোহন সেংপুরা 

  8. ঐতিহাসিক ভিন্টসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলেছেন?  (a) প্রথম চন্দ্রগুপ্ত  (b) সমুদ্র গুপ্ত (c) স্কন্দ গুপ্ত (d) গৌতম পুত্র সাতকর্ণী 

  9. 'গীত গোবিন্দ' রচনা করেন - (a) বনভট্ট (b) বিষ্ণু গুপ্ত (c) জয়দেব (d) ভাস 

  10. যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল -  (a) 4 BC (b) 4 খ্রীস্টাব্দ (c) 20 খ্রীস্টাব্দ (d) 1 খ্রীস্টাব্দ

  11. গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন - (a) পাটলিপুত্র (b) বোধগয়া (c) বৈশালী (d) লুম্বিনী

  12. কৌটিল্য কোন বইটি লিখেছেন? (a) মুদ্রারখসাস (b) অষ্টাধ্যায় (c) বুদ্ধচরিত (d) অর্থশাস্ত্র 

  13. বাংলায় বাণিজ্য করতে জোব চার্ণককে কে অনুমতি দেন?  (a) খুরশীদ খুলি খা (b) সায়েস্তা খা (c) সুজাউদ্দিন (d) ফারুখশিয়ার 

  14. বৈদিক দেবতা ইন্দ্র কিসের দেবতা? (a) বাতাস (b) অনন্তকাল (c) বৃষ্টি এবং বজ্রপাত (d) আগুন

  15. শের শাহের পূর্ব নাম কি ছিল? (a) জুনা খান (b) সরফরাজ খান (c) ফরিদ খান (d) খিজির খান

ভূগোল

2019

  1. কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত ? (A) দেরাদুন (B) হায়দ্রাবাদ (C) নয়াদিল্লি (D) ইটানগর

  2. ভারতে, সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে - (A) টেক্সটাইল শিল্পে (B) লোহা ও ইস্পাত শিল্পে (C) পেট্রোকেমিক্যাল শিল্পে (D) অটোমোবাইল শিল্পে

  3. দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস (উত্তরায়ণ) ঘটে - (A) 22 শে ডিসেম্বর (B) 23 শে সেপ্টেম্বর (C) 21 শে জুন

  4. নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় ? (A) গ্রানাইট (B) চুনাপাথর (C) পিট (D) শেল

  5. নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস  নয় ? (A) জলবিদ্যুৎ (B) সৌরশক্তি (C) জ্বালানি কোষ (D) বায়ু শক্তি

  6. বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হল -  (A) নাইট্রোজেন (B) আর্গন (C) জলীয় বাষ্প (D) অক্সিজেন

  7. সূর্যগ্রহণ ঘটে যখন -  (A) পৃথিবী, সূর্য ও চাঁদের মধ্যে আসে। (B) চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয় ।(C) চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে । (D) সূর্য, চাঁদ ও পৃথিবীর মাঝে আসে।

  8. ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ - (A) এটি সূর্যের নিকটতম । (B) এতে আধানযুক্ত কণা রয়েছে। (C) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। (D) এর মধ্যে তাপ উৎপন্ন হয় ।

  9. বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল -  (A) রাইন খাল (B) পানামা খাল (C) সুয়েজ খাল (D) এগুলির কোনোটিই নয়

ভূগোল

2014

  1. 2011 রিপোর্ট অনুযায়ী ভারতের কোন জেলায় সবচেয়ে বেশি জনসংখ্যা?  (a) গয়া, বিহার (b) আলাওয়ার, রাজস্থান (c) হাজারিবাগ, ঝাড়খণ্ড (d) উত্তর 24 পরগণা, W.B. 

  2. এই দেশগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়?  (a) নেপাল (b) ভুটান (c) পাকিস্তান (d) মায়ানমার 

  3. হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? (a) দেরাদুন (b) দার্জিলিং (c) সিমলা (d) নৈনিতাল

  4. ওজোন গ্বহরের অবক্ষয় প্রধানত কোন কারণে হয়?  (a) ক্লোরোফর্ম কার্বন (CHC) (b) অক্সিজেন (c) নাইট্রোজেন (d) আর্গন 

  5. কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? (a) কালীগন্ডক (b) বাগমতি (c) মানস (d) তিস্তা 

  6. ভারতের সাথে সাধারণ সীমানা ভাগ করে নেয় - (a) নেপাল, ভুটান, চীন, পাকিস্তান (b) নেপাল, ভুটান, ইরান, আফগানিস্তান (c) নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক (d) মায়ানমার, নেপাল, ভুটান, ইরান

  7. উপদ্বীপিয় ভারতের দক্ষিণতম বিন্দু, অর্থাৎ কন্যাকুমারী -(a) কর্কটক্রান্তির উত্তরে (b) বিষুবরেখার দক্ষিণে (c) মকর ক্রান্তির দক্ষিণে (d) বিষুবরেখার উত্তরে 

  8. উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী - (a) নর্মদা (b) মহানদী (c) গোদাবরী (d) কাবেরী 

  9. বায়ুর প্রধান উপাদান হল- (a) নাইট্রোজেন (b) কার্বন ডাই অক্সাইড (c) অক্সিজেন (d) হাইড্রোজেন 

  10. নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? (a) মৌমাছি পালন – মধু মৌমাছি (b) মৎস্য চাষ - রেশম মথ (c) রেশম চাষ - মাছ (d) জলজ-মশা 

  11. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি স্বাক্ষরতার হার? (a) পূর্ব মেদিনুপুর (b) উত্তর 24 পরগনা (c) কলকাতা (d) হাওড়া 

  12. ভারতের প্রধান শহরগুলির মধ্যে শুধুমাত্র কলকাতায় কোন পরিবহন ব্যাবস্থা চালু আছে? (a) খেয়া (b) মেট্রো রেল (c) ঘোড়ার গাড়ি (d) ট্রাম 

  13. পৃথিবীর কক্ষ নিরক্ষরেখার সমতলে না থাকলে, পৃথিবীর কক্ষপথের সমতলের দিকে ঝুঁকে থাকলে - (a) বছর দীর্ঘ হবে (b) শীতকাল দীর্ঘ হবে (c) ঋতু পরিবর্তন হবে না (d) গ্রীষ্ম আরও উষ্ণ হবে

  14. ভূমিকম্পের আগে সুনামি হয়ে জাপানে অবস্থিত কোন শহরে পারমাণবিক চুল্লী খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়? 

    1. টোকিও (b) ফুকুশিমা (c) কিয়োটো (d) হিরোশিমা 

  15. নীচের কোনটি অন্যগুলো থেকে আলাদা (a) তিস্তা (b) জলঢাকা (c) অজয় (d) মহানন্দা 

  16. চাঁদের দিকে পৃথিবী থেকে  নিক্ষিপ্ত একটি রকেটে কোন বল বাধা সৃষ্টি করে? (a) পৃথিবীর মহাকর্ষীয় টান (b) চাঁদের মহাকর্ষীয় টান (c) পৃথিবীর ঘূর্ণনের কারণে কেন্দ্রীভূত বল (d) বায়ুমণ্ডলের চাপ

  17. বায়ুমণ্ডলের ধূলিকণা, লবণ কণা , পরাগ শস্য, ধোঁয়া ইত্যাদি সম্মিলিতভাবে কি নামে পরিচিত?  (a) জলীয় বাষ্প (b) ওজোন (c) এরোসল (d) CFC 

  18. নীচের ভাষা গুলির মধ্যে কোন ভাষায় পশ্চিমবঙ্গের মানুষ বেশি কথা বলে? (a) উর্দু (b) ওড়িয়া (c) নেপালি (d) সাঁওতাল

  19. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ - (a) কাঞ্চনজঙ্ঘা (b) মাউন্ট এভারস্ট (c) মাউন্ট গডউইন অস্টেন (K2) (d) মঙ্গ পর্বত 

  20. প্রাকৃতিক জলের সবচেয়ে অশুদ্ধ রূপ - (a) নদীর জল (b) হ্রদের জল (c) সমুদ্রের জল (d) নর্দমার জল  

  21. স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত গ্যাস কোন গ্যাস সূর্যের কিছু অতিবেগুনি রশ্মি পরিশ্রুত করে এবং জীব জগতের ক্ষতি থেকে রক্ষা করে?  (a) হিলিয়াম (b) ওজোন (c) অক্সিজেন (d) মিথেন 

  22. ভারতে মৌসুমী বায়ু বিস্ফোরণের সময় কোথায় বৃষ্টি হয়?  (a) করোমন্ডল উপকূল (b) উত্তর সরকার উপকূল (c) কোঙ্কন উপকূল (d) মালাবার উপকূল 

  23. যখন উচ্চ জোয়ার নিম্নমানের  হয় এবং ভাটা হয় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সেই পরিস্থিতিকে কি বলে? (a) Spring tide (b) Neap tide  (c) Tidal bore (d) Syzygy

  24. D.R.D.O. মানে কি? (a) Department of Research and Development organizations (b) Dental Research and Development Organization (c) Documentary Reforms and Deployment  Organization (d) Defense Research and Development organization

সংবিধান

2019

  1. মন্ত্রীদের নির্বাচন হতে পারে -  (i) লোকসভা (ii) রাজ্যসভা (iii) আইনসভার বাইরে ; কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন : (A) কেবলমাত্র (i) (B) কেবলমাত্র (ii) (C) (i) ও (ii) (D) (i), (ii) এবং (iii)

  2. কোন ধারা (আর্টিকেল) ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে ? (A) ধারা 370 (B) ধারা 360 (C) ধারা 268 (D) ধারা 361

  3. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? (A) সর্দার বল্লভ ভাই প্যাটেল (B) মহাত্মা গান্ধী (C) জওহরলাল নেহেরু (D) সুভাষ চন্দ্র বসু

  4. ‘জিরো আওয়ার' কী? (A) যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয় (B) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় (C) সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময় (D) লোকসভাতে যখন কোনো অর্থ (Money) বিল পেশ করা হয়।

  5. কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? (A) পার্লামেন্টের সকল সদস্য দ্বারা (B) জনগণ দ্বারা সরাসরি (C) লোকসভার সমস্ত সদস্য দ্বারা (D) লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা

  6. সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন-  (A) ভারতের প্রধান বিচারপতি (B) রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি (C) রাষ্ট্রপতি বা তাঁর নিযুক্ত কোন ব্যক্তি (D) প্রধানমন্ত্রী

  7. প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল -  (A) মে, 1968 (B) মে, 1980 (C) জুলাই, 1982 (D) জুন, 1985

সংবিধান

2014

  1. একটি prima facie case কি? (a) As it seems at first sight (b) As it is made to seem at first sight (c) As it turns out to be at the end (d) AS it seems to the court after a number of  hearings

  2. যে আইনটি বৈধ কিন্তু মৌলিক অধিকার নয়? (a) স্বাধীনতার অধিকার (b) ব্যাখ্যার বিরুদ্ধে অধিকার (c) সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অধিকার (d) সম্পত্তির অধিকার

  3. ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? (a) বিচারপতি পি সথাশিবম (b) বিচারপতি এ কে পট্টনায়েক (c) বিচারপতি কে এস পি রাধাকৃষ্ণন (d) বিচারপতি আর এম লোধা 

  4. ভারতের "প্রতিরক্ষা বাহিনীর প্রধান" হলেন - (a) প্রধানমন্ত্রী (b) এয়ার চিফ মার্শাল (c) প্রতিরক্ষা মন্ত্রী (d) ভারতের রাষ্ট্রপতি 

  5. ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন?  (a) ভারতের রাষ্ট্রপতি (b) ভারতের প্রধানমন্ত্রী (c) ভারতের উপ-রাষ্ট্রপতি (d) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

অর্থনীতি

2019

  1. প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক - (A) কানাড়া ব্যাংক (B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (C) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (D) সেন্ট্রাল ব্যাংক অফ্‌ ইন্ডিয়া

  2. ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি ? (A) আই এন টি ইউ সি (B) সি আই টি ইউ (C) এ আই টি ইউ সি (D) বি এম এস

  3. গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালরি যথাক্রমে কত ? (A) 2400 ও 2100 (B) 2100 ও 2400 (C) 2400 ও 2200 (D) 2100 ও 2200

  4. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে বলা হয় - (A) প্রধান নির্বাহী কর্মকর্তা (B) ব্যবস্থাপনা পরিচালক (C) চিফ ব্যাঙ্কিং অফিসার (D) উপরের কোনোটিই নয়

  5. পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে বলা হয় - (A) উদারীকরণ (B) বিশ্বায়ন (C) শিল্পায়ন (D) ব্যক্তিগতকরণ (প্রাইভেটাইজেশন)

  6. ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হল -  (A) 1955 (B) 1951 (C) 1960 (D) 1965

অর্থনীতি

2014

  1. M.R.দোকানে M.R. অক্ষর দ্বারা কি বোঝায়? (a) পরিবর্তিত রেশন (b) সর্বোচ্চ রেশন (c) ন্যূনতম রেশন (d) প্রান্তিক রেশন 

ভৌত বিজ্ঞান

2019

  1. সবচেয়ে নমনীয় ধাতু- (A) রূপা (B) সোনা (C) অ্যালুমিনিয়াম (D) সোডিয়াম

  2. একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয় ? (A) একটি কাঠের বল (B) একটি পালক (C) একটি ইস্পাতের বল (D) সবগুলিই সমান দ্রুততায়

  3. সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? (A) ফিশন (বিভাজন) (B) ফিউশন (সংযোজন) (C) রাসায়নিক ভাঙন (D) মহাকর্ষীয় সংকোচন

  4. নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো :-  (I) 2জি বর্ণালী (2G spectrum) 30-200 KHz ব্যান্ডউইথ ব্যবহার করে। (II) 3জি বর্ণালী ( 3G spectrum) 15-20 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে। (III) 4জি বর্ণালী (4G spectrum) অন্তত 40 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে ; উপরে দেওয়া বিবৃতির কোনটি / কোনগুলি সঠিক? (A) সবগুলি (B) (I) ও (II) (C) (II) ও (III) (D) কেবলমাত্র (III)

ভৌত বিজ্ঞান

2014

  1. আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন প্রক্রিয়ায়?  (a) তড়িৎ বিশ্লেষণ (b) সালোকসংশ্লেষণ (c) শ্বসন (d) আলোক বৈদ্যুতিক প্রভাব 

  2. আমি একটি বস্তুর ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ করে দিলাম। এর গতিশক্তি হয়ে যাবে -  (a) 4 গুন (b) 8 গুন (c) 12 গুন (d) 16 গুন

  3. Light ear কার সাথে সম্পর্কিত? (a) শক্তি (b) গতি (c) দূরত্ব (d) তীব্রতা 

  4. কে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেন? (a) স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল (b) মাইকেল ফ্যারাডে (c) আলফ্রেড বি নোবেল (d) টমাস আলভা এডিসন 

  5. ধোঁয়া কি? (a) গ্যাসে তরলের দ্রবণ (b) গ্যাসে কঠিনের দ্রবণ (c) গ্যাসে গ্যাসের দ্রবণ (d) তরলে কঠিনের দ্রবণ 

  6. যদি আমরা একটি দ্রবণে  অতিরিক্ত দ্রাবক যোগ করি তবে এটা হয়ে যায় - (a) অতি-স্যাচুরেটেড (b) স্যাচুরেটেড (c) অ-স্যাচুরেটেড (d) কলয়েডাল দ্রবণ

  7. যখন তাপ 1s হলে কঠিন  হয়, তার তাপমাত্রা - (a) বৃদ্ধি পায় (b) কমে যায় (c) হয় বাড়ে বা একই থাকে (d) একই থাকে 

  8. অপরিহার্য তেল (Essential oils) পরিশোধিত হয় কোন প্রক্রিয়ায় (a)Fractional distillation (b) Steam distillation (c) Sublimation (d) Simple distillation

  9. "সা-রে-গা-মা-পা-ধা-নি-সা" - এর মধ্যে এর ফ্রিকোয়েন্সিগুলির মধ্যে  প্রথম এবং দ্বিতীয় "সা" এর মধ্যে টোন সম্পর্ক কি? (a) 1ম এর ফ্রিকোয়েন্সি =  2 × 2য় ফ্রিকোয়েন্সি (b) 1ম  ফ্রিকোয়েন্সি = 2 য়  ফ্রিকোয়েন্সি (c) 2য়  ফ্রিকোয়েন্সি = 3 × 1 ম ফ্রিকোয়েন্সি (d) 2য় ফ্রিকোয়েন্সি = 2 × 1ম ফ্রিকোয়েন্সি 

  10. 4°C তাপমাত্রায় 1 লিটার জলের ভর কত?  (a) 1 গ্রাম (b) 1 মি.গ্রা (c) 1 কেজি (d) 1 কুইন্টাল 

  11. একটি বস্তুর তিনটি ছবি পাওয়ার জন্য কত কোণে দুটি সমতল আয়না রাখতে হবে? (a) 120° (b) 30° (c) 90° (d) 60°

  12. কোন অধাতু তাপ এবং তড়িৎ  সঞ্চালন করে? (a) গ্রাফাইট (b) বোরন (c) সিলিকন (d) ফসফরাস 

  13. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? (a) প্লাজমা (b) কঠিন (c) সান্দ্র (d) সুপার কুলড 

  14. প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হয় কেন? (a) এটি সর্বদা বাষ্পকে উড়ে যেতে দেয় (b) উচ্চ চাপ ধানের শক্ত আবরণকে চূর্ণ করে দেয় (c) এটি তাপ শক্তিকে সহজে বের হতে দেয় না (d) উচ্চ চাপ জলের স্ফুটনাঙ্ক বাড়ায় 

  15. একটি বস্তু একটি বৃত্তাকার পথ বরাবর সমানভাবে চলন্ত আছে- (a) ধ্রুবক বেগ (b) স্থির গতি (c) পরিবর্তনশীল গতি (d) গতির একই দিক 

জীবন বিজ্ঞান

2019

  1. বিশ্বের বৃহত্তম ফুলটি হল -  (A) পদ্ম (B) রাফলেসিয়া (C) জায়ান্ট ক্যাকটাস (D) উপরের কোনোটিই নয়

  2. দুষিত কিডনি-রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে - (A) পরিশোষণ (B) আশ্রবণ (C) ইলেকট্রোফোরেসিস (D) ব্যাপন

  3. ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় – (A) ভিটামিন A (B) ভিটামিন D (C) ভিটামিন C (D) ভিটামিন A ও D

  4. কোনটিতে ক্যালশিয়াম সামগ্রী সর্বাধিক থাকে ? (A) বাজরা (B) ভুট্টা (C) জোয়ার (D) গম

  5. নীচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণিভুক্ত? (A) পাখি ও বানর (B) সাপ ও পাখি (C) ব্যাঙ ও সাপ (D) ইঁদুর ও গিরগিটি

জীবন বিজ্ঞান

2014

  1. বাস্তুশাস্ত্র কোন বিষয়ের পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন - (a) মাটি ও জল (b) মানুষ এবং পরিবেশ (c) জীব এবং পরিবেশ (d) একটি পরিবারের সদস্য 

  2. পক্ষীবিদ্যা হল - (ক) হাড়ের অধ্যয়ন (b) পাখি অধ্যয়ন (c) গন্ধ অধ্যয়ন (d) উপরের কোনটি নয় 

  3. চা এবং কফির প্রধান সক্রিয় উপাদান কোনটি? (a) নিকোটিন (b) ক্লোরোফিল (c) ক্যাফেইন (d) অ্যাসপিরিন 

  4. কোন ধরনের পিগমেন্টের উপস্থিতির কারণে স্বাভাবিক মানুষের প্রস্রাব ফ্যাকাশে হলুদ বর্ণের হয়ে যায়?  (a) বিলিরুবিন (b) বিলিভারদিন (c) ল্যাসিথিন (d) ইউরোক্রোম

  5. নিচের কোন অঙ্গের কার্যকারিতার সমস্যায় জন্ডিস হয়? (a) পেট (b) অগ্ন্যাশয় (c) যকৃত (d) কিডনি 

  6. আলু কিসের পরিবর্তিত রুপ  (আউটগ্রোথ)? (a) কান্ড (b) মূল (c) পাতা (d) ফল 

  7. বিভিন্ন রক্তের গ্রুপ A,B, AB এবং O ;  A গ্রুপের ব্যাক্তি কোন গ্রুপের রক্ত নিতে পারবে ? (a) শুধুমাত্র গ্রুপ A (b) শুধুমাত্র B গ্রুপ (c) গ্রুপ A এবং O (d) গ্রুপ A এবং B

  8. নিচের কোন খাবারটি প্রোটিনের সবচেয়ে ভালো উৎস ? (a) মাখন (b) মাছ (c) লেটুস (d) দুধ 

সাধারণ জ্ঞান

2019

  1. ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ? (A) নেলসন ম্যান্ডেলা (B) আব্রাহাম লিঙ্কন (C) খান আবদুল গাফ্ফার খান (D) মাদার তেরেসা

  2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি -  (A) মানবাধিকার গ্রুপ (B) বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা (C) ক্রোয়েশিয়ার শরণার্থী শিবির (D) বিশ্ব ব্যাঙ্কের শাখা

  3. 'মাই লাইফ' কার আত্মজীবনী ? (A) ডঃ এ পি জে আবদুল কালাম (B) ডঃ রাজেন্দ্র প্রসাদ (C) বিল ক্লিনটন (D) হিলারী ক্লিনটন

  4. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত ? (A) সাধারণ পরিষদ (B) নিরাপত্তা পরিষদ (C) আন্তর্জাতিক আদালত (D) ট্রাস্টি কাউন্সিল (পরিষদ)

  5. 'ঘুমার' লোকনৃত্য হল -  (A) গুজরাটের (B) পাঞ্জাবের (C) রাজস্থানের (D) তামিলনাডুর

  6. মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন - (A) আরতি সাহা (B) আশা আগরওয়াল (C) বাচেন্দ্রী পাল (D) রিতা ফারিয়া

  7. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত - (A) স্পোর্টস (B) বিজ্ঞান ও প্রযুক্তি (C) কৃষি (D) চলচ্চিত্র

  8. কোন বিজ্ঞানী 'এ ব্রিফ হিস্ট্রি অফ্ টাইম' নামে একটি বই লিখেছেন? (A) স্টিফেন হকিং (B) এডওয়ার্ড জেনার (C) মেঘনাদ সাহা (D) পাস্তুর

  9. বিখ্যাত অঙ্কন বা ছবি ‘সত্যম শিবম সুন্দরম' তৈরি -  (A) মহেন্দ্ৰনাথ সিং (B) নন্দ কিশোর শর্মা (C) সিভনন্দন নাতিয়াল (D) রাজ কাপুর

  10. নীচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় ? (A) ধমন (B) ছাপেলি (C) মহাথু (D) ধাকনী

  11. 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে - (A) জাপান-এ (B) লন্ডন-এ (C) জার্মানি-তে (D) রোম-এ

  12. নীচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম ? (A) উইম্বলডন্‌ (B) ফ্রেঞ্চ ওপেন (C) অস্ট্রেলিয়ান ওপেন (D) ইউ এস ওপেন

  13. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ? (A) বিজ্ঞান ও প্রযুক্তি (B) সাহিত্য ও সাংবাদিকতা (C) আন্তর্জাতিক বোঝাপড়া (D) পরিবেশবিদ্যা

সাধারণ জ্ঞান

2014

  1. যে রাজ্যে অল্প কয়েকজন মিলে অনেককে শাসন করে - (a) Monarchy (b) Oligarchy (c) Plutocracy 

  2. (d) Autocracy

  3. কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ টি উইকেট পেয়েছিলেন?  (পুরুষ) (a) বি.এস. বেদি (b) চন্দ্রশেখর (c) কপিল দেব (d) অনিল কুম্বলে

  4. 'পুলিৎজার পুরস্কার' কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়? (a) পরিবেশগত গবেষণা (b) বিজ্ঞান ও প্রযুক্তি (c) আন্তর্জাতিক বোঝাপড়া (d) সাহিত্য ও সাংবাদিকতা 

  5. বিশিষ্ট সেতার বাদক পন্ডিত রবিশঙ্কর এর শিষ্য ছিলেন - (a) বাবা আলাউদ্দিন খান (b) এনায়েত খান (c) আলী আকবর খান (d) বিলায়ত খান 

  6. কোন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক  মহাশ্বেতা দেবীর ভাই? (a) মৃণাল সেন (b) ঋত্বিক ঘটক (c) তপন সিং (d) অজয় ​​কর 

  7. মিলখা সিং 1960 সালের অলিম্পিকে অ্যাথলেটিক্স জয় করেছিলেন কোন বিভাগে?  (a) 400 মিটার ফাইনালে চতুর্থ (b) 400 মিটার ফাইনালে দ্বিতীয় (c) 50 কিমি হাঁটার মধ্যে অষ্টম (d) 800 মিটার ফাইনালে সপ্তম 

  8. প্রথম ভারতীয় যিনি সঙ্গীতের জন্য অস্কার পেয়েছেন - (a) কে.এল. সায়গল (b) পঙ্কজ কুমার মল্লিক (c) সাল্লী চৌধুরী (d) A.R. রহমান 

  9. রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পান? (ক) লিম্বা রাম (b) লিয়েন্ডার মটর (c) বিশ্বনাথন আনন্দ (d) কপিল দেব 

  10. নিচের কোন উৎসবে নৌকাবাইচ রেস একটি বিশেষ বৈশিষ্ট্য? (a) রোঙ্গালি বিহু (b) ওনাম (c) পোঙ্গল (d) নবরাত্রি

  11. "The Republic" লিখেছেন-  (a) প্লেটো (b) জেমস মিলি (c) জার্মি বেন্থাম (d) ম্যাকিয়াভেলি 

  12. 'লাইফ অফ পাই' ছবির পরিচালক কে?  (a) স্পিলবার্গ (b) আং লি (c) মিশেল হ্যানেকে (d) রবার্ট ডি নিরো

  13. 'লেসলি ক্লডিয়াস'-এর নাম জড়িয়ে আছে কোন খেলার সাথে?  (a) ফুটবল (b) ক্রিকেট (c) লন টেনিস (d) হকি

  14. ‘মহাভারত’-এর প্রথম বাংলা অনুবাদক ছিল- (a) কবিকঙ্কন মুকুন্দরাম (b) চণ্ডীদাস (c) কবিন্দ্র পরমেশ্বর (d) কৃষ্ণদাস কবিরাজ 

  15. 'ইয়েন' দেশের সরকারী মুদ্রা- (a) চীন (b) উত্তর কোরিয়া (c) থাইল্যান্ড (d) জাপান 

  16. বাংলা সাহিত্যের আদি নিদর্শন - (a) চর্যাপদ (b) শ্রীকৃষ্ণকীর্তন (c) গাথাসপ্তোসাথী (d) শ্রী কৃষ্ণবিজয় 

  17. ‘গডফাদার’ উপন্যাসের লেখক কে? (a) হ্যারল্ড রবিনস (b) জন মিল্টন (c) ভিক্টর হুগো (d) মারিয়া পুজো

  18. বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হয় - (a) সিরিমাভো বান্দরনায়েক (b) মার্গারেট থ্যাচার (c) ইন্দিরা গান্ধী (d) বেগম খালেদা জিয়া 

  19. WWF এর লোগোতে ব্যবহৃত বিলুপ্তপ্রায় প্রাণীটি হল - (a) বাঘ (b) পান্ডা (c) ডোডো (d) গন্ডার

  20. সক্রেটিস কোন দেশের দার্শনিক?  (a) ফ্রান্স (b) এথেন্স (c) গ্রীস (d) চীন 

কম্পিউটার

2019

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ? (A) কোবল (B) জাভা (C) বেসিক (D) অ্যাসেম্বলার

কম্পিউটার

2014

  1. নিচের কোনটি কম্পিউটার ডিভাইসের ইনপুট নয়? (a)  কীবোর্ড (b) জয়স্টিক (c) প্রিন্টার (d) অপটিক্যাল ক্যারেক্টার রিডার

CA

2014

  1. মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অফ আমেরিকা হলেন - (a) হিলারি ক্লিনটন (b) কন্ডোলেজা রাইস (c) লিওন প্যানেটা (d) জন কেরি 

  2. ফিফা বিশ্বকাপ 2014 অনুষ্ঠিত হবে কোথায়? (a) রাশিয়া (b) ব্রাজিল (c) কাতার (d) আর্জেন্টিনা 

  3. লন্ডন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ‘উসসিন বোল্ট’ কোন দেশের ব্যাক্তি? (ক) জ্যামাইকা (b) ইথিওপিয়া (c) মালি (d) দক্ষিণ আফ্রিকা 

  4. মোবাইল হ্যান্ডসেট তৈরির প্রতিষ্ঠান ‘নোকিয়া’ সম্প্রতি কোন কোম্পানি কিনেছে? (a) ব্ল্যাকবেরি (b) মাইক্রোসফট (c) আপেল (d) স্যামসাং

  5. টাটা সন্সের নতুন চেয়ারম্যান হলেন - (a) রতন টাটা (b) রবি কান্ত (c) সাইরাস পালোঙ্গি মিস্ত্রি (d) সাপুর মিস্ত্রি 

  6. যিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ (2013) জিতেছেন - (a) বিশ্বনাথ আনন্দ (b) ভ্লাদিমির ক্রামনিক (c) মানুস ক্যারিসেন (d) বরিস গেলফল্যান্ড 

  7. যিনি সম্প্রতি অন্তর্বর্তীকালীন  বিসিসিআই সভাপতি নিযুক্ত হয়েছেন?- (a) জগমোহন ডালমিয়া (b) সুনীল গাভাস্কার (c) শশান্ত মনোহর (d) রবি শাস্ত্রী

অন্যান্য 

2014

  1. যিনি অনেক প্রতিভার অধিকারী- (a) বহুমুখী (b) বিবাহযোগ্য (গ) ব্যতিক্রমী (d) প্রতিভাবান 

  2. EMBEZZLE এর সঠিক প্রতিশব্দ চয়ন করুন। (a) অনুপযুক্ত (b) ভারসাম্য (c) পারিশ্রমিক (d) পরিষ্কার 

এরিথমেটিক

সংখ্যা

2019

  1. 2424 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মানগুলির যোগফল হল - (A) 4 (B) 220 (C) 2002 (D) 2020


সংখ্যা

2014

  1. পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ 0.3333। _ বাস্তব সংখ্যা প্রতিনিধিত্ব করে। [The recurring decimal fraction 0.3333. _  represents the real number.] (a) 0.3 (b) 33100 (c) 13 (d) 10033 

  2. একটি সংখ্যা 21 এর চেয়ে অনেক বেশি এবং  71 এর চেয়ে অনেক কম। সংখ্যাটি কত? [A number is as much greater than 21 as is less than 71. The number is -] (a) 41 (b) 39 (গ) 49 (d) 46 

বাস্তব সংখ্যা

2019

  1. 12, 16, 32, 68, 132, ? (A) 196 (B) 232 (C) 276 (D) 213


বাস্তব সংখ্যা

2014

  1. এই সিরিজটি দেখুন: 22,21,23,22,24,23 সংখ্যা পরবর্তী কি হবে? (a) 22 (b) 24 (c) 25 (d) 26 

অখণ্ড সংখ্যা

2019

  1. -11 এবং 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক? (A) 11 (B) 14 (C) 15 (D) এগুলির মধ্যে কোনটিই নয়

অখণ্ড সংখ্যা

2014

  1. একটি সংখ্যার 2/3 এর থেকে 1/6 গুণ বড় 10, সংখ্যাটি কত? [ 2/3 rd of a number is greater than 1/6 th of it  by 10. The number is- ] (a) 15 (b) 20 (c) 33 (d) 12

বিভাজ্যতা

2019

  1. কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয় ? (A) 1 (B) 3 (C) 2 (D) 4

বিভাজ্যতা

2014

  1. যখন একটি সংখ্যাকে 63 দ্বারা ভাগ করা হয় অবশিষ্ট থাকে 25। যদি সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করা হয় তবে কত  অবশিষ্ট থাকবে? [ When a number is divided by 63 the remainder is 25. When the number is divided by 7 the remainder will be - ] (a) 2 (b) 3 (c) 4 (d) 5 

  2. একটি চার অঙ্কের সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয়। যদি 10 যোগ করা হয়, তবে 3 দ্বারা বিভাজ্য হয়। বৃহত্তম সংখ্যাটি কত? [A four digit number is divisible by 7 becomes divisible by 3 when 10 is added to it. The largest  such number is - ] (a) 9987 (b) 9996 (c) 9999 (d) 9989

  3. দুটি সংখ্যার যোগফল 30 হলে এবং তাদের গড় সমানুপাতিক 13, সংখ্যা দুটি হল – [If the sum of two numbers is 30 and their mean proportional is 13, then the numbers are] (a) 35, 15 (b) 25, 25 (গ) 40, 10 (d) 45, 5 

ভগ্নাংশ

2019

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়ো ? (A) 79 (B) 1114 (C) 34 (D) 1013

  2. 34 এর 56 এর 78 এর 1664 = ? (A) 648 (B) 762 (C) 612 (D) 728


বর্গমূল, ঘনমূল

2019

  1. √?+35 এর 80 =60× 13+8 (A) 36864 (B) 46864 (C) 56864 (D) 66864

সরলীকরণ

2019

  1. যদি  x + 1112+13=2 হয়, তাহলে x এর মান কত ? (A) 710 (B) 1310 (C) 1110 (D) 1710

  2. মান নির্ণয় করুন : 99917+99927+99937+99947+99957+99967  (A) 5997 (B) 5979 (C) 5994 (D) 2997

শতকরা

2019

  1. A, B এর তুলনায় 20% কম কাজ করে। যদি A কোনো কাজ 7.5 ঘণ্টায় শেষ করে, তাহলে B ওই কাজটি করে -  (A) 4 ঘণ্টায় (B) 6 ঘণ্টায় (C) 8 ঘণ্টায় (D)10 ঘণ্টায়

  2. একটি শ্রেণিকে A ও B দুটি সেকশনে ভাগ করা হল ৷ A সেকশনের 20 টি ছাত্রের পাশের হার 80% এবং B সেকশনের 30 টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনের পাশের হার কত ? (A) 72% (B) 74% (C) 75% (D) 77%

  3. কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত ? (A) 10: 13 (B) 8:13 (C) 13:8 (D) 13 : 10

  4. একটি শহরের জনসংখ্যা 250000। প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়। 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে? (A) 2500 (B) 10000 (C) 252000 (D) 10100

  5. একটি পরীক্ষায় 480 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাশ করেছে। মোট পাশের হার যদি 75% হয়, 'কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল ? (A) 370 (B) 340(C) 320 (D) 360

  6. এক ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে? (A) 4 (B) 5 (C) 3 (D) 6

শতকরা

2014

  1. একজন ব্যক্তিকে সরলীকরণ করতে বলা হয় (2+2×2)/(2÷2×2) এবং তার উত্তর হল 16। তার উত্তর কত শতাংশ ভূল হয়? [ A person is asked to simplify (2+2×2)/(2÷2×2) and his answer is 16. The percentage error committed by him is - ] (a) 23.1 (b) 81.25% (c) 433.33% (d) কোন ত্রুটি নেই 

  2. তেলের দাম 20% বৃদ্ধি পেয়েছে। ব্যয় বাড়ানোর যাবেনা, খরচ হ্রাস এবং মধ্যে মূল খরচের অনুপাত কত?  [The price of oil is increased by 20%. The expenditure is not allowed to increase, the ratio between the reduction in consumption and the original consumption is - ] (a) 1 : 6 (b) 6 : 1 (c) 5 : 1 (d) 1 : 5 

  3. একটি আর্টিকেলের দাম দুইবার বৃদ্ধি করা হয় ধারাবাহিকভাবে 10% হারে  এবং ফলস্বরূপ আর্টকেলের দাম 484 টাকা হয়।আর্টিকেলের প্রাথমিক মূল্য কত ছিল? [ Price of an article is increased twice consecutively by 10% and as a result of the article becomes Rs.484. Initial price of the article was - ] (a) টাকা 375 (b) টাকা 380 (c) টাকা 390 (d) টাকা 400 

  4. একটি পরীক্ষায় মোট নম্বরের 65% পরীক্ষার্থীরা পাস করেছে। যদি ব্যর্থতার সংখ্যা হয় 17% এর বেশি হয়,  পরীক্ষায় মোট পাসের সংখ্যা কত? [ An examination 65% of the total number of  examinees passed. If the number of failures is 17%
    more than the number of candidates not appeared in the examination, then total number of passed 

  5. candidates is - ] (a) 620 (b) 310 (c) 106 (d) 403 

  6. যদি একটি সংখ্যার 37 ½%  45 হয় তাহলে 87 ½% কত হবে? [If 37 ½% of a number is 45 then 87 ½% of the  number will be - ] (a) 105 (b) 102 (c) 96 (d) 92 

  7. যদি একটি আর্টিকেলের ধার্য্য  মূল্য x এবং ছাড়ের পরে মূল্য (x-y), ছাড়ের হার কত শতাংশ? [ If the list price of an article be x and the price after discount (x-y), then the rate of discount is - ] (a) y% (b) 100 বছর/x% (c) 100 x/y% (d) 100 y% 

গড়

2019

  1. সোমবার থেকে বুধবার-এর গড় উষ্ণতা 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার-এর গড় উষ্ণতা 34°C যদি বৃহস্পতিবার-এর উষ্ণতা সোমবারের উষ্ণতার 45 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হবে -  (A) 35.5°C (B) 34°C (C) 36.5°C (D) 36°C

  2. 23 এর 125 এর 75% এর 540 = ? (A) 378 (B) 756 (C) 252 (D) 332

গড়

2014

  1. তিনটি সংখ্যার গড় হল 21 এবং তৃতীয় সংখ্যা এবং চতুর্থ সংখ্যার গড় 18। চতুর্থ সংখ্যাটি কত?  [ Average of three numbers is 21 and the average of these three numbers and a fourth number is 18. The fourth number is - ] (a) 7 (b) 8.5 (c) 8 (d) 9 

  2. 11টি সংখ্যার গড় 6। প্রতিটি হলে সংখ্যাকে 7 দিয়ে গুণ করলে নতুন সংখ্যা গুলির গড় কত?  [The average of 11 numbers is 6. If each number is multiplied by 7 then the average of the new set of numbers is - ] (a) 66 (b) 77 (c) 36 (d) 42 

  3. সর্বনিম্ন এবং সর্ববৃহৎ দুই অঙ্কের মৌলিক সংখ্যার গড় কত? [The average of the least and the greatest prime number of two digits is - ] (a) 54 (b) 55 (c) 54.5 (d) 55.5 

  4. A=2P, B=A+3, C=B+3 A, B এবং C এর গড় হয় – [A=2P, B=A+3, C=B+3 The average of A, B and C is -] (a) p+3 (b) 2p+1 (c) 2p+3 (d) 3p+6 

অনুপাত সমানুপাত

2019

  1. 7 বছর পূর্বে A এবং B-এর বয়সের অনুপাত ছিল 3:4 । 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7 : 8। B-এর বর্তমান বয়স হবে -  (A) 16 বছর (B) 19 বছর (C) 28 বছর (D) 23 বছর

  2. 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণিতে বালিকা ও বালকের অনুপাত 4 : 3। যদি 4 জন বালিকা শ্রেণি ছেড়ে চলে যায়, তাহলে বালিকা ও বালকের অনুপাত হবে -  (A) 11:7 (B) 8: :7 (C) 6:5 (D) 9:8

  3. 300 টাকা P, Q, R এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হল, যাতে Q, P অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং R, Q অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে তাদের অংশের অনুপাত হবে - (A) 2:3:5 (B) 3:2:5 (C) 2:5:3 (D) 5:3:2

অনুপাত সমানুপাত

2014

  1. A, B এবং C এর বেতনের  অনুপাতে 2:3:3। B এবং C এর বেতন একত্রে 8000 টাকা। A এর চেয়ে C এর বেতন কত শতাংশ বেশী? [The salaries of A, B and C are in the ratio of 2:3:3. The salary of B and C together is Rs.8000. 

  2. Percentage of the salary ef C more than that of A by - ] (a) 150% (b) 100% (c) 200% (d) 250% 

  3. 20টি কাচের খেলনার কার্টুন ফেলে দেওয়া হয়। নিচের কোনটি হতে পারে না ভাঙা খেলনা ও ভাঙা খেলনার অনুপাত ? [A carton containing 20 glass toys is dropped. Which of the following can not be the ratio of broken toy to unbroken toy? ] (a) 1 : 4 (b) 3 : 1 (c) 3 : 2 (d) 5 : 1 

  4. 570 টাকা A, B এবং C এর মধ্যে ভাগ করতে হবে যে তাদের শেয়ার 13:15:110 অনুপাতে। B এর ভাগে কত পড়বে?  [Rs.570 are to be divided among A, B and C so that their shares are in the ratio 13:15:110. The respective share of B is - ] (a) টাকা 180 (b) টাকা 300 (c) টাকা 90 (d) টাকা 120 

সরল সুদ

2019

  1. কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হল 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হত তাহলে 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ -  (A) 1,70,000 টাকা (B) 1,50,000 টাকা (C) 1,25,000 টাকা (D) 1,20,000 টাকা

  2. সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? (সরল সুদে) (A) 1513 বছর (B) 1412 বছর (C) 1813 বছর (D) 1623 বছর

  3. 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? (A) 5,413 টাকা (B) 2,678 টাকা (C) 3,572 টাকা  (D) 4,752 টাকা

সরল সুদ

2014

  1. আসল নির্ণয় করো, যদি সুদ হয় Rs. 180 প্রতি বছরে এবং সুদের হার 5% প্রতি বছর। [Find the principal, if the interest is Rs. 180 per year 5% per annum - ] (a) 3000 (b) 3500 (c) 3600 (d) 4000

  2. যদি "y" বছরে x% বার্ষিক সুদ হিসাবে z টাকা পাওয়া যায় , তার আসল কত হবে?   [ If in "y" years Rs.z is obtained as simple interest x% per annum, then the principal is - ] (a) টাকা 100x/yz (b) টাকা 100yz/x (c) টাকা xyz (d) টাকা 100z/xy

  3. 5250 টাকার সরল সুদ 1st February, 2013 থেকে April 14, 2013  -এ 7.1/3 % সুদের হারে কত হবে? [The simple interest on Rs. 5250 from 1st February, 2013 to April 14, 2013 at 7.1/3 % rate will be - ] (a) টাকা 78.75 (b) টাকা 104 (c) টাকা 26.50 (d) টাকা 104.25 

  4. a, b, c তিনটি টাকার সমষ্টি  b হল a-এর সরল সুদ, c হল b-এর উপর একই সময়ের জন্য সরল সুদ এবং একই সুদের হার, তাহলে তাদের কাছে কত আছে? [ If a, b, c are three sum of money such that b is  the simple interest on a, c is the simple interest on  b for the same time and the same rate of interest, then we have ] (a) a² = bc (b) c² = ab (c) abc = 1 (d) b² = ac 

কার্য ও সময়

2019

  1. A কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং B সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। দুজনে মিলে একত্রে কাজটি করলে কতদিনে তা শেষ হবে? (A) 2 দিনে (B) 3 দিনে (C) 4 দিনে (D) 5 দিনে

  2. 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে। 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে। 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কতদিনে ওই কাজটি শেষ করবে ? (A) 10 দিনে (B) 6 দিনে (C) 12 দিনে (D) 9 দিনে

  3. X, Y এবং Z 6,000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হল। X এবং Y একত্রে কাজটির 34 অংশ করল। বাকি কাজটি Z একা শেষ করল। Z-এর মজুরির টাকা কত হবে? (A) 1,350 টাকা (B) 1,200 টাকা (C) 1,500 টাকা (D) 1,450 টাকা

কার্য ও সময়

2014

  1. কিছু পুরুষ একটি কাজ শেষ করতে পারেন 60 দিনের মধ্যে। 10 জন পুরুষ কম থাকে , কাজটি শেষ হতে আরও 20 দিন সময় অতিরিক্ত লাগবে। পুরুষদের সংখ্যা আসলে কত ছিল? [ A certain number of men can finish a piece of  work in 60 days. If however, there were 10 men less, it would take 20 days more for the work to be finished. No. of men were there originally - ] (a) 20 (b) 30 (c) 50 (d) 40 

  2. 12 জন ব্যক্তি 18 টি জানালা প্রস্তুত করতে 9 দিন সময় নেয়।  54 জন ব্যক্তির দ্বারা  45টি জানালা প্রস্তুত করতে কত দিন সময় লাগবে? [12 persons take 9 days to prepare 18 windows. The no. of days required by 54 persons to prepare 45 windows.] (a) 1 (b) 5 (c) 3 (d) 10 

বয়স

2019

  1. পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। পুত্রের বয়স কত ? (A) 7 বছর (B) 5 বছর (C) 4 বছর (D) 3 বছর

  2. রাকেশ এবং মোহনের গড় বয়স 15, মোহন এবং রমেশের গড় বয়স 12 এবং রাকেশ এবং রমেশের বয়সের গড় যদি 13 হয়, তাহলে মোহনের বয়স কত? (A) 16 বছর (B) 13 বছর (C) 14 বছর (D) 12 বছর

বয়স

2014

  1. তিন ভাই ও তাদের বাবার গড় বয়স হল 18 বছর। এই তিন ভাইয়ের বয়স ও তাদের মায়ের গড় বয়স 16 বছর। মায়ের বয়স 34 বছর। বাবার বয়স কত? [Average age of three brothers and their father is 18 years. Average age of these three brothers and their mother is 16 years. Mother's age is 34 years. The age of the father is - ](a) 42 বছর (b) 39 বছর (c) 40 বছর (d) 38 বছর

  2. A এবং B এর বর্তমান বয়সের মধ্যে অনুপাত হল 4:5। যদি তাদের বয়সের মধ্যে পার্থক্য 8 বছর হয়। তাহলে তাদের ব্যক্তিগত বয়সের যোগফল কত? [The ratio between the present age of A and B is 4:5. if the difference between their age is 8 years. Then sum of their personal age is - ] (a) 35 বছর (b) 40 বছর (c) 65 বছর (d) 72 বছর 

সময় ও দূরত্ব

2019

  1. এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে 12 km দূরত্ব অতিক্রম করে। তাহলে 3 ঘণ্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায়? (A) 36 km (B) 24km (C) 30km (D) 27 km

  2. যদি 314 m/s গতি রূপান্তরিত করা হয় km/h এ, 3 তাহলে তা হবে -  (A) 8 km/h (B) 9 km/h (C) 10 km/h (D) 12 km/h

  3. 315 km দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘণ্টা সময় লাগে, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল? (A) 112.5 m/s (B) 56.25 m/s (C) 62.5m/s (D) 31.25 m/s

  4. X,1 km অতিক্রম করে 8  মি. 40 সে. সময়ে এবং Y. ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। X, Y কে কত দূরত্বে পরাজিত করল? (A) 1313 m (B) 13323 m (C) 13325 m (D) 13313 m

  5. একজন সাঁতারুর স্থির জলে গতি যদি 9 km/hr হয়, তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি 6 km/hr. (A) 15 km/hr (B) 18km/hr (C) 3 km/hr (D) 12 km/hr

সময় ও দূরত্ব

2014

  1. দুটি বাস যথাক্রমে 25 কিমি/ঘন্টা এবং 35 কিমি/ঘন্টা বেগে একটি জায়গায় ভ্রমণ।  যদি প্রথম বাস অপেক্ষা দ্বিতীয় বাসে 16 ½% ঘন্টা কম লাগে। তবে যাত্রার দৈর্ঘ্য কত? [Two buses travel to a place at 25 km/h and 35 km/h respectively. If the second bus takes 16 ½% hr less than the first for the same journey, the length of journey is - ] (a) 1100 কিমি (b) 900 কিমি (c) 1350 কিমি (d) 785 কিমি 

  2. যদি সৌরভ 31.2 কিমি প্রতি ঘণ্টায় দৌড়ায়। 2 সেকেন্ডে সে কতটা দৌড়াবে? [ If Sourav runs at 31.2 km/h., then in 2 seconds he will run - ] (a) 26 মি (b) 30 মি (c) 35 মি (d) 42 মি

ট্রেন

2019

  1. একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতি 48 km/hr হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য  কত ? (A) 150 m (B) 120 m (C) 90m (D) 80m

  2. একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90m। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। (A) 20 m (B) 87 m (C) 71 m B) 90 m

  3. একটি 400 m দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি 20 km/hr। তাহলে ট্রেনটির গতি কত? (A) 20km/hr (B) 30 km/hr (C) 15 km/hr (D) 11 km/hr

ট্রেন

2014

  1. 150 মিটার লম্বা একটি ট্রেন 5 সেকেন্ডে একজন দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত?  [A train 150m long crosses a standing man in 5 seconds. The speed of the train is - ] (a) 108 কিমি প্রতি ঘণ্টা (b) 32 কিমি ঘন্টা (c) 112 কিমি প্রতি ঘণ্টা (d) 40.5 কিমি প্রতি ঘণ্টা 

লসাগু ও গসাগু

2019

  1. তিনটি সংখ্যার গ.সা.গু. 23। সংখ্যাগুলির অনুপাত যদি 1:2: 3 হয়, সংখ্যাগুলি নির্ণয় করো। (A) 69,15, 22 (B) 23, 46, 69 (C) 25, 31, 41(D) 23, 21, 35

  2. একজন সেনাপ্রধান 36562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত ?(A) 36 (B) 65 (C) 81 (D) 97

  3. দুইটি সংখ্যার ল.সা.গু. 2376 এবং সংখ্যা দুটির গ.সা.গু. 33। একটি সংখ্যা 297 হলে, অপর সংখ্যাটি কত? (A) 216 (B) 264 (C) 642 (D) 792

  4. কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয়, প্রতিবার 0 অবশিষ্ট থাকে এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? (A) 144 (B) 72 (C) 36 (D) 85

লসাগু ও গসাগু

2014

  1. দুটি সংখ্যার H.C.F হল 9 এবং তাদের L.C.M হল 270.যদি সংখ্যা দুটির যোগফল হল 99 ; তাদের পার্থক্য কত? [The H.C.F of two number is 9 and their L.C.M  is 270.1f the sum of the number is 99 their  difference is equal to - ] (a) 18 (b) 15 (c) 12 (d) 9 

  2. 77 নম্বরটি দুটি ভাগে বিভক্ত  করা হল। যে দুটি অংশের H.C.F হল 11 এবং তাদের L.C.M হল 110 ৷ দুটি অংশের মধ্যে ছোট অংশটি কত? [ The number 77 is divided into two parts such that H.C.F of two parts is 11 and their L.C.M is 110.  The smaller of the two parts is - ] (a) 11 (b) 22 (c) 44 (d) 55 

  3. যদি a এবং b এর H.C.F. হয় c , তার L.C.M. কত হবে? [ If  H.C.F. of a and b be c, then L.C.M. will be - ] (a) abc (b) ab/c (c) ac/b (d) c/ab 

ঘড়ি

2019

  1. ঘড়িতে 4.40 pm -এর সময় ঘণ্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? (A) 120 ° (B) 100° (C) 110 ° (D) 130°

ক্যালেন্ডার

2019

  1. অদ্য (আজ) সোমবার হলে, ঠিক 64 দিন পরে কী বার হবে ? (A) বৃহস্পতিবার (B) বুধবার (C) শুক্রবার (D) মঙ্গলবার

নল ও চৌবাচ্চা

2019

  1. একটি ট্যাঙ্ক X নল দ্বারা 2 ঘণ্টায় ভর্তি হয় এবং Y নল দ্বারা 6 ঘণ্টায় ভর্তি হয়। সকাল 10 টায় X নলটি খোলা হল, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি Y নলটি সকাল 11 টায় খোলা হয় ? (A) 12 : 45p.m. (B) 5:00 p.m. (C) 11:45 a.m. (D) 11:50 a.m.

লাভ ও ক্ষতি

2019

  1. জগত্রাম, একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয়মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে? (A) 1:10 (B) 1:5 (C) 1:20 (D) 1 : 15

  2. অনীতা একটি বাইসাইকেল 3, 200 টাকায় ক্রয় করল । সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করল। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করল ? (A) 2,960 টাকা (B) 2,690 টাকা (C) 3,440 টাকা (D) 3,360 টাকা

  3. গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করল। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইল, যদি গোপাল এই শর্তে রাজি হয়, তাহলে গোপালের লাভ না লোকসান কী হবে এবং হলে কত হবে?  (A) লাভ বা লোকসান কিছু হবে না (B) 1% লোকসান হবে (C) 1% লাভ হবে (D) 0.5% লাভ হবে

  4. একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয়মূল্যের উপর 20% লাভ করল। যে পণ্যের ক্রয়মূল্য 450 টাকা, তার ধার্যমূল্য তবে কত? (A) 600 টাকা (B) 540 টাকা (C) 660 টাকা (D) 580 টাকা

  5. যদি 15 টি ডিমের ক্রয়মূল্য 75 টাকা হয়, তাহলে 4 ডজন ডিমের ক্রয়মূল্য কত ? (A) 240 টাকা (B) 300 টাকা (C) 150 টাকা (D) 185 টাকা

লাভ ও ক্ষতি

2014

  1. 1760 টাকাকে A এবং B এর মধ্যে ভাগ করা হয়েছিল, A এর লাভের 1/3 ভাগের 2/5 ভাগের সমান হবে B এর লাভ। B এর লাভ কত?  [Rs. 1760 was divided between A and B in such a way that 1/3rd of A’s profit will equal to 2/5th of B’s profit. Find the profit of B -] (a) টাকা 700 (b) টাকা 750 (c) টাকা 800 (d) টাকা 850 

  2. একজন বই বিক্রেতা দুটি বই বিক্রি করেছেন 178 টাকা প্রতিটিতে । একদিকে তিনি 14% লাভ করেন অন্যদিকে তিনি ক্ষতি করেন 14%। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতি হয় কত? [ A book seller sold two books for Rs. 178 each. On one he gains 14% while on the other he losses 14%. His gain or loss in the whole transaction is - ] (a) ক্ষতি 1.41% (b) 2.56% লাভ (c) লাভ 4% (d) ক্ষতি 1.96% 

  3. একজন লোক গাড়ি ক্রয় করে তার মূল্যের 15/16 অংশ দামে বিক্রি করে ; এটি তার মূল্যের চেয়ে 10% বেশি। তার লাভের শতাংশ কত? [ A man by a car at 15/16th of its value and sells it for 10% more than its value. His gain percentage - ] (a) 11.67 (b) 15.57 (c) 16.67 (d) 17.33 

  4. এক ব্যক্তি 400 টি আমের দামে 320 টি আম বিক্রি করেছেন । তার লাভ কত শতাংশ হল? [ A person sold 320 mangoes tor the cost price of 400 mangoes. His gain percent is - ] (a) 10% (b) 15% (c) 12 ½% (d) 25% 

  5. ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11, লাভ কত শতাংশ হয়? [Ratio of Cost price and selling price is 10:11, then profit percentage is -] (a) 5% (b) 10% (c) 11% (d) 20% 

  6. ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5 : 4।  ক্ষতির  পরিমাণ কত শতাংশ? [Ratio of cost price and selling price is 5 : 4. Then  find the % of loss. ] (a) 15% (b) 20% (c) 25% (d) 11 ½% 

  7. আসল এবং বার্ষিক রাশির (yearly amount) অনুপাত হল 16:17 ৷ বার্ষিক সুদের হার হল – [Ratio of principal and yearly amount is 16:17. The rate of interest per annum is - ] (a) 12 ½% (b) 6 ¼% (c) 5.5/17 % (d) 10% 

মিশ্রণ

2019

  1. একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.52 টাকা হবে? (A) 2:3 (B) 3:2 (C) 5:3 (D) 3:4

অংশীদারী

2019

  1. P,Q এবং R একটি ব্যবসা শুরু করে। Q যে পরিমাণ বিনিয়োগ করে, P তার 3 গুণ বিনিয়োগ করে এবং R যা বিনিয়োগ করে Q তার 23 অংশ বিনিয়োগ করে। P, Q এবং R-এর মূলধনের অনুপাত কত ? (A) 3:2:6 (B) 2:6:3 (C) 6:2:3 (D) 5:2:3

অংশীদারী

2014

  1. একটি অংশীদারি ব্যবসায়, A এর মূলধনের 3/4 ভাগ, B এর মূলধনের 0.25 অংশ এবং C এর মূলধনের 30% সমান। মোট Rs.52000 লাভ হলে B এর লভ্যাংশ কত? [In a partnership business, 3/4th of A's capital, 0.25 of B's capital and 30% of C's capital are equal. Share of profit of B in a total profit of Rs.52.000 is - ] (a) টাকা 8000 (b) টাকা 24,000 (c) টাকা 30,000 (d) টাকা 20,000 

  2. রাহুল, রোহিত এবং রৌনক একটি অংশিদারী ব্যাবসায়  বিনিয়োগ করেন , 3500 টাকা,  4500 টাকা এবং Rs.5500 টাকা।যদি প্রথম  মাসে লাভ হয় 405 টাকা, তাহলে রাহুলের কত লাভ হবে ?  [Rahul, Rohit and Rawnak enter into a partnership business with investments of Rs.3500, Rs.4500 and Rs.5500.If the first & months profit is Rs.405 then share of Rahul in the profit will be - ] (a) টাকা 200 (b) টাকা 105 (c) টাকা 250 (d) টাকা 150 

নৌকা ও স্রোত

2014

  1. স্রোতের গতি 2 কিমি/ঘন্টা, একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে 2 ঘন্টা লাগে এবং ফিরে আসতে 3 ঘন্টা লাগে। নৌকার গতি কত হয়? [ Speed of the stream is 2 km/hr. A boat takes 2 hours to cover a distance down the stream and 3 hours to return. Speed of the boat is- ] (a) 15 কিমি/ঘন্টা (b) 20 কিমি/ঘন্টা (c) 10 কিমি/ঘন্টা (d) 25 কিমি/ঘন্টা 

জ্যামিতি 

2014

  1. একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 864 বর্গমিটার। এর একটি পাশ 24 মি. এর দৈর্ঘ্য এবং প্রস্থ এর অনুপাত কত?  [A rectangular field has an area of 864 sq.m. One of its side is 24m. The ratio of its length and breadth is - ] (a) 6 : 5 (b) 3: 2 (c) 4 : 3 (d) 9 : 5

  2. একটি ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল 88 বর্গমিটার  এবং এর মেঝের পরিধি 22 মি। ঘরের উচ্চতা (মি.) কত? [If the area of the four walls of a room is 88 sq. m. and the perimeter of its floor 1s 22 m. then the  height of the room is (in m.) ] (a) 5 (b) 4 (c) 4.5 (d) 8

  3. যদি দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হয়, তাহলে তাদের পরিধির অনুপাত কত? [If the ratio of the areas of two squares is 4:9, then the ratio of their perimeters is - ] (a) 2:3 (b) 1 : 2√3 (c) √2 ∶ √6 (d) 3√2 ∶ 1 

  4. এটি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 মিটার বৃদ্ধি পেয়েছে,  এর ক্ষেত্রফল ৭২ বর্গমিটার বৃদ্ধি পেয়েছে । আয়তক্ষেত্রের প্রস্থ কত? [It the length of a rectangle is increased by 8 m its area increases by 72 sq.m. The breadth of the rectangle is -]  (a) 8 মি (b) 12 মি (c) 9 মি (d) প্রদত্ত তথ্য থেকে সমাধান করা যাবে না

  5. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 cm² এবং পরিধি 20 cm ; তাহলে তির্যক বাহুর দৈর্ঘ্য হবে – [Area of a rectangle is 24 cm² and perimeter 20 can. then length of diagonal is -] (a) 2√7 (b) 2√11 (c) 2√13 (d) 2√17

অন্যান্য 

  1. A,B এবং C-এর মধ্যে 300টি আপেল বিতরণ করা হয় এমনভাবে, প্রাপ্ত নম্বরের তিনগুণ A দ্বারা B এর চার গুণ এবং 9 গুণের সমান হতে পারে যেটি C. B দ্বারা প্রাপ্ত আপেলের সংখ্যা হল –[300 apples are distributed among AB and C in such a way that three times of the number received by A may be equal to four times of B and 9 times  that of C. The number of apples received by B is - ] (a) 108 (b) 100 (c) 104 (d) 118 

  2. একটি সম্পত্তির 0.25 অংশের মূল্য 15000 টাকা ; একই অংশের 0.03 × 0.5 অংশের মূল্য কত? (রুপিতে) [Rs. 15000 being the worth of 0.25 part of a property, the worth of 0.03x0.5 part of the same property is (in Rs.) ] (a) 9000 (b) 2250 (c) 1500 (d) 900 

Comments

Popular posts from this blog

সংকল্প MOCK TEST

EDU-GUIDE MOCK TEST

STUDY MATERIALS (NOTE)