সালোকসংশ্লেষ

 PDF ডাউনলোড করতে নীচে ক্লিক করো : 

সালোকসংশ্লেষ Part -01

সালোকসংশ্লেষ Part -02

সালোকসংশ্লেষ Part -03

সালোকসংশ্লেষ Part -04 

সালোকসংশ্লেষ[PART-01]

  1. সালোকসংশ্লেষ (ফটোসিন্থেসিস) কথাটি প্রথম ব্যবহার করেন - বার্নেস 

  2. সালোকসংশ্লেষ একটি উপচিতি বিপাক 

  3. উপচিতি বিপাক - যে বিপাকে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় (সালোকসংশ্লেষ, পুষ্টি) 

  4. অপচিতি বিপাক - যে বিপাকে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়  (শ্বসন, রেচন) 

  5. সালোকসংশ্লেষে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় 

  6. সালোকসংশ্লেষ কে অঙ্গার আত্তীকরণ বলা হয় 

  7. সালোকসংশ্লেষ সম্পর্কে প্রথম পরীক্ষা করেন - ভন হেলমন্ট 

  8. সালোকসংশ্লেষে উতপন্ন অক্সিজেন উৎস-  জল  

  9. সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ -  পাতা

  10. সালোকসংশ্লেষের প্রধান স্থান - পাতার মেসোফিল কলা 

  11. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী - ইউগ্লিনা, ক্রাইসেমিবা 

  12. সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ - ছত্রাক, মিউকর, মনোট্রপা, স্বর্ণলতা 

  13. সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া - রোডোস্পাইরিলাম, রোডোসিডোমোনাস, ক্লোরোবিয়াম 

  14. ক্লোরোপ্লাস্ট কে সালোকসংশ্লেষ কারী অঙ্গানু বলে 

  15. আলোক দশা হয় ক্লোরোপ্লাস্ট এর গ্রানা অঞ্চলে 

  16. অন্ধকার দশা হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে 

  17. সালোকসংশ্লেষের সমীকরণ : 6CO2+6H2O ক্লোরোফিল সূর্যালোক C6H12O6+6O2+6H2O


সালোকসংশ্লেষ[PART-02]

  1. ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয়

  2. প্লাস্টিড তিন প্রকার - 

লিউকোপ্লাস্ট - বর্ণহীন (মূল)

ক্রোমোপ্লাস্ট - রঙিন (ফুল,কচিপাতা) 

ক্লোরোপ্লাস্ট - সবুজ (পাতা)

  1. ক্লোরোপ্লাস্টকে কোশের রান্নাঘর বলে 

  2. পাতাকে গাছের খাদ্য তৈরীর কারখানা বলে 

  3. জাইলেম কলার মাধ্যমে জল ও খনিজ পদার্থ পাতায় পৌঁছায় 

  4. ফ্লোয়েম কলার মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য বিভিন্ন অঙ্গে পৌঁছায় 

  5. সালোকসংশ্লেষের কাঁচামাল - জল ও কার্বন ডাই অক্সাইড  

  6. সালোকসংশ্লেষের উপজাত দ্রব্য  - অক্সিজেন ও জল

  7. সালোকসংশ্লেষে প্রধান উৎপন্ন দ্রব্য - শর্করা 

  8. সালোকসংশ্লেষ হয় দিনের বেলায় 

  9. কৃত্রিম আলোতেও সালোকসংশ্লেষ হয় 

  10. সালোকসংশ্লেষে 1অনু গ্লুকোজ উৎপাদনের জন্য 12 অনু জলের প্রয়োজন 

  11. ক্রোরোফিলের রাসায়নিক উপাদান - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম 

★ যেকোনো একটি উপাদানের অভাব হলে ক্লোরোসিস রোগ হয় (হলুদ রং হয়ে যায়) 

  1. সালোকসংশ্লেষ লাল আলোয় সবচেয়ে বেশি হয় এবং সবুজ আলোয় সবচেয়ে কম হয় 

  2. 25 থেকে 37  ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সালোকসংশ্লেষ ভালো হয় 

  3. সূর্যালোকের 400-700nm (ন্যানোমিটার) তরঙ্গ দৈর্ঘ্যে সালোকসংশ্লেষ হয়

  4. কোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয় (মহাকাশযানে রাখা হয়) 


সালোকসংশ্লেষ[PART-03]

  1. সালোকসংশ্লেষের সাহায্যকারী কো-এনজাইম - ADP (অ্যাডিনোসিন ডাই ফসফেট), NADP (নিকোটিনামাইড-অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট), RuDP (রাইবিউলোজ ডাই ফসফেট), RuBP (রাইবিউলোজ বাই ফসফেট)

  2. প্রতি গ্রাম অনু গ্লুকোজে 686 Kcal শক্তি থাকে 

  3. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদের বিভিন্ন অঙ্গে শ্বেতসার বা স্টার্চ রূপে সঞ্চিত থাকে 

  4. সালোকসংশ্লেষে জল জরিত হয় ও কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয় 

  5. হিল বিক্রিয়া সালোকসংশ্লেষের আলোক দশায় ঘটে 

  6. NADP+ কে হিল বিকারক বলে 

  7. ফটোলাইসিস প্রক্রিয়ার অপর নাম হিল বিক্রিয়া 

  8. আলোক দশায় ADP পরিবর্তিত হয়ে তৈরি হয় ATP (ফটোফসফরালাইজেশন) 

  9. আলোক দশায় NADP বিজারিত হয়,অন্ধকার দশায় NADP জারিত হয় 

  10. অন্ধকার দশাটি আবিষ্কার করেন ব্ল্যাক ম্যান (ক্লোরেল্লা নামক শৈবালে প্রথম পর্যবেক্ষণ করেন) 

  11. অন্ধকার দশায় অঙ্গার আত্তীকরণ ঘটে 

  12. ATP কে এনার্জি  কারেন্সি বলে 

  13. ভোরবেলা ও গোধূলিতে ক্ষয় পূরণ বিন্দু বা কম্পেনশন পয়েন্ট তৈরী হয় (উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও বর্জন করে না)

  14. ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে জলের পরিবর্তে H2S (হাইড্রোজেন সালফাইড) ব্যবহার হয় 

  15. অতি বেগুনি রশ্মির প্রভাবে হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় 

  16. সালোকসংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়ন হল – লোহা

  17. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম কার্বন জাতীয় স্থায়ী যৌগ - PGA (ফসফোগ্লিসারিক এসিড) 

সালোকসংশ্লেষ [PART-04] MCQ

  1. সালোকসংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি ?

  1. H₂O 

  2. CO₂

  3. NO₂

  4. SO₂

  1. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি ?

  1. H₂O

  2. CO₂

  3. NO₂ 

  4. SO₂

  1. সালোকসংশ্লেষের সময় গাছ বায়ুর কোন্ গ্যাসটি গ্রহণ করে?- 

  1. জলীয় বাষ্প 

  2. অক্সিজেন 

  3. কার্বন ডাইঅক্সাইড 

  4. নাইট্রোজেন

  1. সালোকসংশ্লেষে হিল বিকারক কোনটি ?

  1. NADP

  2. NADPH 

  3. ADP

  4. ATP

  1. কোনটি ক্লোরোফিলের উপাদান? 

  1. C, O, N, Mg

  2. C, O, N, Fe 

  3. C, H, O, N, Mg

  4. C, H, O, N, Fe

  1. ক্লোরোফিলযুক্ত কান্ড দেখা যায় যে উদ্ভিদে তা হল-

  1. শতমূলী 

  2. আকাশমণি 

  3. গুলঞ্চ 

  4. পেয়ারা

  1. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল -

  1. অ্যামিবা 

  2. এন্টামিবা 

  3. ক্রাইস্যামিবা 

  4. প্লানেরিয়া

  1. সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল-

  1. ক্লোরেল্লা

  2. মিউকর 

  3. মস 

  4. ফার্ন

  1. আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়-

  1. পরিপাকের সময় 

  2. আত্তীকরণের সময় 

  3. শ্বসনের সময় 

  4. সালোকসংশ্লেষের সময়

  1. জীবকোশে শক্তি সঞ্চিত থাকে যে যৌগের মধ্যে সেটি হল - 

  1. NADP 

  2. ADP

  3. ATP 

  4. PGA

  1. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়াটি সম্পন্ন হয়-

  1. প্লাস্টিডে 

  2. ক্লোরোপ্লাস্টে 

  3. ক্লোরোপ্লাস্টের গ্রানায় 

  4. ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়

  1. সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে কোন্ প্রকার শক্তি সঞ্চিত হয়?

  1. রাসায়নিক শক্তি 

  2. সৌরশক্তি

  3. স্থৈতিক শক্তি 

  4. গতিশক্তি

  1. সালোকসংশ্লেষ কী জাতীয় বিপাক? 

  1. উপচিতি 

  2. অপচিতি 

  3. উভয়

  4. কোনোটিই নয়

  1. সালোকসংশ্লেষের সঙ্গে জড়িত অঙ্গাণু কোনটি?- 

  1. ক্লোরোপ্লাস্ট

  2. গলগি বস্তু

  3. মাইটোকন্ড্রিয়া 

  4. সেন্ট্রোজোম

  1. কোন্ মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন?

  1. সোডিয়াম 

  2. পটাশিয়াম

  3. ক্যালশিয়াম 

  4. ম্যাগনেশিয়াম

  1. কোন্ কলায় উদ্ভিদের সালোকসংশ্লেষ ঘটে?

  1. জাইলেম 

  2. ফ্লোয়েম 

  3. মেসোফিল

  4. কোলেনকাইমা

  1. সালোকসংশ্লেষে CO₂ সংবন্ধনে সহায়ককারী উৎসেচকটি হল - 

  1. RuDP 

  2. RuBP  

  3. কার্বোক্সিলেজ

  4. ডিহাইড্রোজিনেজ

  1. অন্ধকার দশায় উদ্ভিদের শ্বেতসার উৎপন্ন হয়- 

  1. প্রোটিন থেকে

  2. ফ্যাট থেকে 

  3. গ্লুকোজ থেকে 

  4. ভিটামিন থেকে

  1. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কত অণু NADPH₂-এর প্রয়োজন হয়? 

  1. 1

  2. 2

  3. 12

  1. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি?

  1. NADP 

  2. ATP

  3. PGA

  4. ADP

  1. কোন্ যৌগটিকে এনার্জি কারেন্সি বলা হয়? 

  1. ADP 

  2. ATP 

  3. NADP

  4. RuBP

  1. কোন্ দুটি সালোকসংশ্লেষের কাঁচামাল?

  1. CO₂  ও O₂ 

  2. CO₂ ও H₂O

  3. CO₂ ও সূর্যালোক 

  4. সূর্যালোক ও ক্লোরোফিল

  1. নীচের কোন্ কো-এনজাইমটি সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় না?

  1. FAD 

  2. NADP

  3. ADP

  4. RuBP

  1. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে কীরূপে সঞ্চিত হয়?

  1. গ্রাইকোজেন 

  2. ফ্যাট 

  3. শ্বেতসার 

  4. প্রোটিন

  1. পরিবেশে O₂ এবং CO₂ গ্যাসের ভারসাম্য রক্ষিত হয়- 

  1. শ্বসন প্রক্রিয়ায় 

  2. সালোকসংশ্লেষ ও শ্বসন উভয় প্রক্রিয়ায়

  3. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়

  4. কোনোটিই নয়

  1. সালোকসংশ্লেষের কোন্ দশায় CO₂ বিজারিত হয়?

  1. আলোক দশায় 

  2. অন্ধকার দশায় 

  3. উভয় দশায় 

  4. কোনো দশাতেই নয়

  1. এক গ্রাম অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ হল -

  1. 674 Kcal 

  2. 686 Kcal 

  3. 674 cal

  4. 686 cal

  1. কেলভিন চক্র সাধিত হয়- 

  1. ক্লোরোপ্লাস্টে

  2. ক্লোরোপ্লাস্টের গ্রানায় 

  3. ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় 

  4. মেসোফিল কলায়

  1. সালোকসংশ্লেষীয় কার্যাবলির কোন্ রং দুটি ক্লোরোফিল কর্তৃক অধিক শোষিত হয়?-

  1. লাল ও নীল 

  2. লাল ও কমলা 

  3. নীল ও হলুদ

  4. সবুজ ও হলুদ

  1. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের - 

  1. গ্রানাতে 

  2. স্ট্রোমায় 

  3. উভয় 

  4. কোনোটিই নয়

  1. সালোকসংশ্লেষ একপ্রকারের- 

  1. আলোক বিক্রিয়া

  2. আলোক-রাসায়নিক বিক্রিয়া

  3. রাসায়নিক বিক্রিয়া 

  4. কোনোটিই সঠিক নয়

  1. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছেন- 

  1. কেলভিন 

  2. ব্ল‍্যাকম্যান 

  3. বার্নেস 

  4. রবিন হিল

  1. সালোকসংশ্লেষকারী একক বলা হয়- 

  1. ক্লোরোপ্লাস্টকে

  2. ক্লোরোফিলকে

  3. কোয়ান্টাজোমকে 

  4. মেসোফিল কলাকে

  1. সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি সংঘটিত হয়- 

  1. দিনের বেলায় 

  2. রাত্রি বেলায় 

  3. দিবারাত্র 

  4. কেবল ভোরবেলায়

  1. ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে- 

  1. H₂SO₄ 

  2. H₂O

  3. H₂S

  4. NH3

  1. সালোকসংশ্লেষে উৎপন্ন উপজাতবস্তু কোনটি?

  1. O₂

  2. H₂O

  3. CO₂

  4. C6H12O6

  1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারিত হয়—

  1. CO₂

  2. H₂O

  3. H₂S

  4. C6H12O6

  1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বিজারিত হয়-

  1. CO₂ 

  2. H₂O

  3. H₂S

  4. NO₂

  1. জলে নিমজ্জিত উদ্ভিদরা কোন্ অংশের মাধ্যমে CO₂ গ্রহণ করে?

  1. পত্ররন্ধ্র 

  2. কিউটিক্স 

  3. সমগ্র দেহতল 

  4. পাতা

  1. সালোকসংশ্লেষ-এর কার্যবর্ণালী হল- 

  1. 430-470 nm এবং 660-760 nm 

  2. 330 nm-এর কম 

  3. 500-580nm

  4. 600-620 nm

  1. প্রদত্ত কোনটি সালোকসংশ্লেষ পদ্ধতিতে ব্যবহৃত হিল বিকারক - 

  1. NADP 

  2. NADPH 

  3. ADP 

  4. ATP

  1. সালোকসংশ্লেষ পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচক হল- 

  1. কাইনেজ, লাইপেজ ও ফসফাটেজ 

  2. RuBisco, আইসোমারেজ ও প্রোটিনেজ 

  3. আইসোমারেজ, অ্যালডোলেজ, বিসফসফাটেজ ও কার্বোনেজ 

  4. RuBisCo, কাইনেজ, আইসোমারেজ, ফসফাটেজ ও অ্যালভোলেজ বিসফসফাটেজ

  1. নিমোক্ত কোন প্রাণীগুলো সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে-

  1. অ্যামিবা, এন্টাবিমা 

  2. অ্যামিবা, ইউগ্নিনা 

  3. ইউগ্লিনা, ক্রাইস্যামিবা 

  4. প্ল্যানেরিয়া, অ্যামিবা

  1. নীচের কোন্ উদ্ভিদগুলো সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে না- 

  1. ক্লোরেল্লা, স্পাইরোগাইরা 

  2. ইষ্ট, মিউকর 

  3. রিকসিয়া, মার্কেনসিয়া 

  4. টেরিস, মার্সেলিয়া

  1. নীচের কোনটি সূর্যালোকের ভূমিকা উল্লেখ করো- 

  1. ক্লোরোফিলের সক্রিয়করণ 

  2. জলের আয়নীকরণ 

  3. গ্লুকোজ উৎপাদন 

  4. ফটোফসফোরাইলেশনের মাধ্যমে ATP উৎপাদন

  1. নীচের কোনটি হিল বিকারক নয়- 

  1. ফেরিক অক্সালেট 

  2. ফেরিক সায়ানাইড 

  3. RuBP 

  4. NADP+

  1. সালোকসংশ্লেষের প্রধান রঞ্জকটি হল-

  1. ক্লোরোফিল-a 

  2. ক্লোরোফিল-b 

  3. ক্যারোটিনয়েড 

  4. ফাইকোবিলিন

  1. সালোকসংশ্লেষ ঘটে -   

  1. মাইটোকনড্রিয়ায় 

  2. ক্লোরোপ্লাষ্টিডে 

  3. গলগিবস্তুতে      

  4. রাইবোজোমে 

  1. কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস ঘটে ?  

  1. ক্যালসিয়াম    

  2. অক্সিজেন    

  3. ম্যাগনেসিয়াম    

  4. সোডিয়াম 

  1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল -   

  1. PGA

  2. PGAld

  3. গ্লুকোজ     

  4. শ্বেতসার 

  1. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যোগটি হল -  

  1. PGA     

  2. গ্লুকোজ     

  3. PGAld     

  4. প্রোটিন 

  1. এক অণু গ্লুকোজ সংশ্লেষণে ব্যবহৃত হয়-   

  1. 6 অণু  CO2 ( কার্বন ডাই-অক্সাইড)

  2. 12 অণু CO2 ( কার্বন ডাই-অক্সাইড)

  3. 4 অণু CO2 ( কার্বন ডাই-অক্সাইড)

  4. 1 অণু CO2 ( কার্বন ডাই-অক্সাইড)  

  1. সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদদেহে সঞ্চিত থাকে -   

  1. ফ্যাট রূপে     

  2. তেল রূপে    

  3. স্টার্চ রূপে    

  4. গ্লাইকোজেন রূপে  

  1. সালোকসংশ্লেষের আলোক দশার একটি উল্লেখযোগ্য ঘটনা হল-

  1. অঙ্গার-আত্তীকরণ (Carbon assimilation)   

  2. জলের ফটোলাইসিস     

  3. শর্করা সৃষ্টি     

  4. RuBP -এর পুনরুৎপাদন 

  1. RuBP  এক প্রকার -

  1. এনজাইম      

  2. কো-এনজাইম     

  3. শর্করা     

  4. ইলেকট্রন বাহক  

  1. কোন মৌলটি ক্লোরোফিল অণুতে থাকে না ?

  1. C     

  2. H     

  3. N     

  4. Fe    

  1. পড়ার ঘরের মধ্যে অ্যাকোয়ারিয়ামে রাখা ঝাঁঝি গাছটি রাত আটটার সময়েও সালোকসংশ্লেষ করতে পারে -এর কারণ কী ?

  1. গাছ রাতেও সালোকসংশ্লেষ করে 

  2. পড়ার ঘরে সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই-অক্সাইড প্রচুর পরিমাণে  থাকে 

  3. পড়ার ঘরে ওই সময়ে সালোকসংশ্লেষের জন্য দরকারী আলো থাকে

  4. অ্যাকোয়ারিয়ামে প্রচুর পরিমাণে জল থাকে  

  1. ঝাঁঝি জাতীয় জলজ উদ্ভিদ তাদের দেহের কোন অংশের মাধ্যমে সালোকসংশ্লেষের প্রয়োজনীয় কার্বন ডাই-অক্সাইড গ্রহন করে ?

  1. পত্ররন্ধ্র     

  2. লেন্টিসেল     

  3. দেহতল    

  4. কিউটিকল

  1.  আলোক দশায় জনের অণুর ভেঙে যাওয়ার ঘটনাকে কি বলা হয়?

  2.  আলোক দশায়  কি কি উৎপন্ন হয়? 

  3.  কোন উদ্ভিদদেহে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়? 

  4.  সালোকসংশ্লেষ (Photosynthesis) শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিঞ্জানী? 

  5.  উদ্ভিদের সবুজ কোশের মধ্যে ক্লোরোপ্লাস্টের  কোন দানার ভিতর ক্লোরোফিল থাকে? 

  6. পরাশ্রয়ী উদ্ভিদ  বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে কি দিয়ে? 

  7.  ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য কোন  কণা শোষণ করে সক্রিয় হয়? 

  8.  সালোকসংশ্লেষের  আলোক-রাসায়নিক বিক্রিয়া পরিচালনার জন্য কত ক্লোরোফিল অণুর প্রয়োজন হয় ? 

  9.  পাতার ঊর্ধ্বত্বক ও নিম্নত্বকের মধ্যে অবস্থিত ক্লোরোফিলযুক্ত কলাকে কি বলে? 

  10. বায়ুতে CO2 -এর পরিমাণ শতকরা  কত ভাগ বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষের পরিমাণ বেড়ে যায়? 

  11.  আলোর কি বেশি হলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে? 

  12.  সাধারণত 25°C থেকে 35°C তাপমাত্রায় সালোকসংশ্লেষের হার কি হয়? 

  13.  সালোকসংশ্লেষের অন্ধকার দশায় গ্লুকোজ উৎপাদিত হয়’—এটি প্রথম কে লক্ষ করেন? 

  14.  অঙ্গার (কার্বন) আত্তীকরণের জন্য  প্রয়োজনীয় পদার্থ  কি? 

  15. সূর্যালোকের সালোকসংশ্লেষ সংঘটিত হওয়ার জন্য কত আলোক তরঙ্গের প্রয়োজন ? 

  16.  কেবল মাত্র কাণ্ডে সালোকসংশ্লেষ ঘটে এরূপ দুটি উদ্ভিদের নাম?  

  17.  সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম কি?

  18.  সালোকসংশ্লেষের বিপরীত জৈবিক প্রক্রিয়াটি কি ?

  19.  ফোটন কি ? 

  20.  সালোকসংশ্লেষে সাহায্যকারী দুটি কো-এনজাইমের নাম কি? 

89.  মূখ্যত কোন্ মৌলিক উপাদানের অভাবে ক্লোরোফিল বিনষ্ট হয়? 

Comments

Popular posts from this blog

EDU-GUIDE MOCK TEST

সংকল্প MOCK TEST

STUDY MATERIALS (NOTE)